আসন্ন পঞ্চায়েত ভোটের লক্ষ্যে জোর কদমে প্রচারের ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। সেই প্রচারে এসে সিপিএম ও বিজেপিকে একযোগে নিশানা করলেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিস্ফোরক দাবি করেন তৃণমূল যুব সভানেত্রী। তাঁর কটাক্ষ, ‘প্রতিটা মানুষ পিছু পাঁচজন করে কেন্দ্রীয় বাহিনী দিলেও তৃণমূল কংগ্রেস জিতবে।’ এছাড়াও, ৩৪ বছরের শাসন নিয়ে সিপিএমকে কটাক্ষ করেন তৃণমূলের যুব সভানেত্রী। শুক্রবার বর্ধমানের গোবিন্দপুরে তৃণমূলের সভা থেকে এভাবেই সিপিএমকে নিশানা করলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ।
আরও পড়ুন: ‘এত জলদি এত বড় পদ কীভাবে’, কদর্য ইঙ্গিত তৃণমূলের সায়নীকে! যোগ্য জবাব নায়িকার
এদিন বর্ধমান দু'নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের হয়ে প্রচারে আসেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী। প্রার্থীদের নিয়ে জনসংযোগ করার পর গোবিন্দপুর মুক্তমঞ্চে জনসভা করেন তিনি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ সিপিএমকে কটাক্ষ করে বলেন, ‘আপনারা ৩৪ বছর ধরে সিপিএমকে সুযোগ দিয়েছিলেন। কিন্তু তখন শুধু দুয়ারে চাঁদা, দুয়ারে কৌটো, দুয়ারে হার্মাদ দিয়ে ভয় দেখিয়েছে সিপিএম। মহাকরণে সিপিএম নেতারা মহাভোজ করতেন আর সাধারণ মানুষ পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকত।’
এর পাশাপাশি বিজেপিকেও নিশানা করতে ছাড়েননি সায়নী। এদিনের সভামঞ্চে রাজ্যের ১০০ দিনের কাজের টাকা আটকে দেওয়া নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন যুব তৃণমূল নেত্রী। তিনি বলেন , ‘উনি তো আট হাজার কোটি টাকা দিয়ে প্লেন কিনছেন। আর এদিকে রাজ্যের সাধারণ খেটে খাওয়া মানুষদের ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছেন।’ সায়নী ঘোষ ছাড়াও তৃণমূলের সভায় এ দিন উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশিথ কুমার মালিক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার প্রমুখ। এছাড়াও ছিলেন, বর্ধমান দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়দেব ব্যানার্জি, বর্ধমান দু'নম্বর ব্লক তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান, বর্ধমান দু'নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি মোহম্মদ হাবিব। তাছাড়া, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এদিনের সভায় উপস্থিত ছিলেন।
অন্যদিকে, জেলায় জেলায় তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছিল বিরোধীরা। সেই অভিযোগ উড়িয়ে দেন সায়নী। তিনি বলেন, ‘এবার বিরোধীদের আড়াই লক্ষ মনোনয়ন জমা পড়েছে। যা এর আগে কখনও দেখা যায়নি।’ পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে বলেন, ‘প্রতিটা মানুষ পিছু পাঁচজন করে কেন্দ্রীয় বাহিনী দিলেও তৃণমূল কংগ্রেস জিতবে।’