চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ঠিক আগের দিন আগ্রাসী ক্রিকেটে রোহিত শর্মাদের উদ্দীপ্ত করলেন যুবরাজ সিংরা। মাস্টার্স লিগে চার-ছক্কার ফুলঝুরিতে রানের বন্যা বওয়াল ভারতীয় দল। মারকাটারি হাফ-সেঞ্চুরি করেন ইন্ডিয়া মাস্টার্সের দুই ওপেনার। ক্যাপ্টেন যুবি-সহ ব্যক্তিগত অর্ধশতরান হাতছাড়া করেন আরও দু'জন। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে আড়াইশো টপকে বিশাল ইনিংস গড়ে তোলে ভারতীয় দল।
শনিবার রায়পুরে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের ম্যাচে সম্মুখসমরে নামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ইন্ডিয়া মাস্টার্সকে শুরুতে ব্যাট করতে পাঠান ক্যারিবিয়ান দলনায়ক ব্রায়ান লারা। উল্লেখ্য, ভারতের সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যাওয়ায় সচিন তেন্ডুলকর এই ম্যাচে মাঠে নামেননি। তাঁর বদলে ইন্ডিয়া মাস্টার্স দলকে নেতৃত্ব দেন যুবরাজ সিং।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি রায়াড়ুর
ভারত ইনিংসের শুরু থেকেই ঝড়ের গতিতে রান তুলতে থাকে। আম্বাতি রায়াড়ুকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন সৌরভ তিওয়ারি। আম্বাতি মাত্র ৩০ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি শেষমেশ ৩৫ বলে ৬৩ রানের মারকাটারি ইনিংস খেলে সাজঘরে ফেরেন। রায়াড়ু সাকুল্যে ৮টি চার ও ৪টি ছক্কা মারেন।
অপর ওপেনার সৌরভ তিওয়ারি ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৩৭ বলে ৬০ রান করে আউট হন। ধুমধাড়াক্কা ইনিংসে সৌরভ ৭টি চার ও ২টি ছক্কা মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে গুরকিরৎ সিং মন ২১ বলে ৪৬ রানের আগ্রাসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মারেন।
অর্ধশতরান হাতছাড়া যুবরাজ সিংয়ের
চার নম্বরে ব্যাট করতে নামেন ইউসুফ পাঠান। তিনি ৭ বলে ১৪ রান করে নট-আউট থাকেন। মারেন ১টি চার ও ১টি ছক্কা। ৫ নম্বরে ব্যাট করতে নেমে হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে যেতে হয় ক্যাপ্টেন যুবরাজকে। তিনি মাত্র ২০ বলে ৪৯ রানের ঝোড়ো ইনিংস খেলে নট-আউট থাকেন। যুবি এমন দাপুটে ইনিংসে ৬টি চার ও ৩টি ছক্কা মারেন। ইন্ডিয়া মাস্টার্স দল নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৫৩ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।
ওয়েস্ট ইন্ডিজের কোনও বোলার এদিন পার পাননি ভারতীয় ব্যাটারদের হাত থেকে। জোরমি টেলর ১টি উইকেট পেলেও ৪ ওভারে ৪২ রান খরচ করেন। সুলেমান বেন ২ ওভারে ২৭ রান খরচ করে ১টি উইকেট নেন। জোনাথন কার্টার ১টি উইকেট নেন বটে, তবে তিনি ৩ ওভারে ৫২ রান খরচ করেন।