এই মুহূর্তে ভারতের মাটিতে চলছে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ। সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। আজ অর্থাৎ ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত খেলতে নামবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। অন্যদিকে ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকা নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বিশ্বকাপের মাঝেই ভারতে রয়েছেন প্রাক্তন তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম। বিভিন্ন শহরে ঘুরছেন তিনি। কিংবদন্তি ফুটবলারকে বিভিন্ন রূপে দেখতে পাওয়া গিয়েছে।
কখনও গালি ক্রিকেট খেলতে, আবার কখনও ছোট ছেলে-মেয়েদের সঙ্গেও সময় কাটাতে দেখা গিয়েছে। সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বেকহ্যাম বেশ কিছু ছোট ছেলে-মেয়েদের সঙ্গে ফুটবল খেলছেন। বর্তমানে তিনি গুজরাটে রয়েছেন। আর সেখানেই একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আশ্রমের শিশুদের সঙ্গে সময় কাটালেন। শুধু তাই নয়, তাদের অটোগ্রাফও দেন তিনি। সেই আশ্রমের ছেলে এবং মেয়েদের সঙ্গে ছবিও আঁকতেও দেখা যায় তাকে। সেই সব মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন বেকহ্যাম।
শুধু আশ্রমের ছেলে, মেয়েদের সঙ্গেই নয়, পাশাপাশি গালি ক্রিকেট খেলতেও দেখা যায় ডেভিড বেকহ্যামকে। সেই মুহূর্তেও ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারত সফরে এসে চুটিয়ে উপভোগ করছেন তিনি। পাশাপাশি এও জানা গিয়েছে, ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ দেখতে যেতে পারেন তিনি। ইংল্যান্ডের প্রাক্তন এই ফুটবলার একটি প্রখ্যাত স্বেচ্ছাসেবী সংস্থা ইউনিসেফের সঙ্গে যুক্ত বেকহ্যাম। সেই জন্যই ভারত সফরে এসেছেন তিনি। পাশাপাশি ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিংবদন্তি ফুটবলার। আইসিসির সঙ্গে একটি চুক্তি সাক্ষরিত হয়েছে ইউনিসেফের। সেই জন্যই ভারত সফরে এসেছেন বেকহ্যাম। গুজরাটে ছিলেন তিনি। আজ তাকে ওয়াংখেড়ে স্টেডিয়ামেও দেখা যায়।
সূত্রের খবর আগামী ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনালেও তাঁকে দেখা যেতে পারে। এই কয়েকদিন ভারতের বিভিন্ন শহরে যাবেন তিনি। সেই স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন আশ্রমে যাওয়ার কথা রয়েছে তাঁর। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানায়নি সেই সংস্থা। সবটাই জল্পনা। তবে প্রাক্তন এই ফুটবলার ভারতে এসে চুটিয়ে আনন্দ করছেন, তা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টেই বোঝা গিয়েছে।