২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে থেকেই অধিনায়ক রোহিত শর্মার ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়ে তীব্র জল্পনা চলছিল। তবে টুর্নামেন্টের ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচের পর সব জল্পনার অবসান ঘটিয়েছেন রোহিত। তিনি বলেছেন যে, এই ফর্ম্যাটকে এখনই বিদায় জানাচ্ছেন না। প্রসঙ্গত, এবার নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারত। আর এই সাফল্যের পর রোহিত এবং দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে বড় বিবৃতি দিলেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং।
কী বললেন যোগরাজ?
রোহিত এই মুহূর্তে অবসর নিচ্ছেন না বলে খুবই খুশি যোগরাজ সিং। যোগরাজ ভারতের হয়ে ৬টি ওডিআই এবং একটি টেস্ট ম্যাচ খেলেছেন। তিনি এএনআইকে বলেছেন, ‘সবচেয়ে ভালো ব্যাপার হলো রোহিত শর্মা অবসর নিচ্ছে না। সাবাশ আমার বাচ্চারা। রোহিত ও বিরাট কোহলিকে কেউই অবসরের জন্য বাধ্য করতে পারবে না। এরা দুই, তিন, চার বছর- যতক্ষণ ইচ্ছে খেলতে পারে। আমি বলব, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ জেতার পর ওদের অবসরের কথা ভাবা উচিত। আমাদের দল এখন খুব ভালো। জসপ্রীত বুমরাহ (চোটের কারণে আপাতত দলের বাইরে) এলে, সেটা কেকের ওপর আইসিং হবে। এটি বিশ্বের এক নম্বর দল।’ ২০২৭ সালের আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। এর পর রোহিতের বয়স ৪০ পেরিয়ে যাবে এবং কোহলির বয়স ৩৮ পেরিয়ে যাবে।
২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে কী দাবি রোহিতের?
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ২০২৭ সালে টুর্নামেন্ট খেলা নিয়ে কোনও রকম ভবিষ্যদ্বাণী করেননি রোহিত। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর দিন (সোমবার, ১০ মার্চ) জিও হটস্টারের একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘এই মুহূর্তে জীবন যেমনটা চলছে, বা যা কিছু ঘটছে, সেই স্রোতেই নিজেকে ভাসিয়ে রেখেছি। এখনই আমার পক্ষে অদূর ভবিষ্যতের কথা ভাবাটা সম্ভব হচ্ছে না। এই মুহুর্তে, আমার লক্ষ্য হল, মনোযোগ দিয়ে ভালো খেলা এবং সঠিক মানসিকতা বজায় রাখা। আমি এখনই বলতে পারব না যে, ২০২৭ বিশ্বকাপে খেলব বা খেলব না।’
আরও পড়ুন: IPL জয়ের পরেও যোগ্য স্বীকৃতি আমি পাইনি… KKR-এর অবহেলা নিয়ে অভিমানী শ্রেয়স
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘এই মুহূর্তে এই ধরনের বিবৃতি দিয়ে কোনও লাভ নেই। বাস্তবে, আমি সব সময়ে আমার ক্যারিয়ারে এক এক ধাপ ধরে এগিয়েছি। আমি ভবিষ্যত নিয়ে খুব বেশি চিন্তা করতে পছন্দ করি না। এবং আমি অতীতেও তা করিনি। আপাতত, আমি আমার ক্রিকেট খেলাটা উপভোগ করছি এবং দলের সঙ্গে সময় কাটাচ্ছি। আমি আশা করছি, আমার সতীর্থরাও আমার উপস্থিতি উপভোগ করছে। এই মুহুর্তে এটিই গুরুত্বপূর্ণ।’