RCB Fan Goes Crazy: আইপিএল ২০২৫-এর একটা ভিডিয়ো যেটা ভাইরাল হতে বেশি সময় নেয়নি। তবে মজার বিষয় হল ভিডিয়োটা আইপিএল সংক্রান্ত হলেও এই ভিডিয়োটা আইপিএল-এর মাঠের বা আইপিএল-এর কোনও দলের ক্যাম্পের নয়। এই ভিডিয়ো হল এক বিয়ের রিসেপশনের। এবার হয়তো ভাববেন বিয়ের ভিডিয়ো আবার আইপিএল-এর সঙ্গে কীভাবে যুক্ত? আসলে ভিডিয়োটা যার বিয়ের, তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্ধ ভক্ত। RCB জয়ের খবর পেতেই হঠাৎ নাচতে শুরু করে দেন তিনি, যা দেখে সকলেই অবাক হয়ে যান। নতুন কনে তো এমনটা দেখে হাসি চাপতে পারেননি। নিজের বিয়েতেই এমন পাগলামি করলেন RCB-র এই ভক্ত। এই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
আইপিএল ২০২৫-এর নতুন মরশুম দারুণভাবে শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। কলকাতা নাইট রাইডার্স (KKR)-কে ৭ উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় অর্জন করেছে তারা। এরপরে ১৭ বছর পরে চিপকে গিয়ে চেন্নাই সুপার কিংসকে ৫০ রানে হারিয়েছে। তবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়টা বিশেষ ছিল। কারণ মরশুমের প্রথম ম্যাচেই জয়, তাই এই ম্যাচ জয়টা এক RCB ভক্তের কাছে একটু বেশিই বিশেষ হয়ে ওঠে, কারণ সেই মুহূর্তেই তিনি ছিলেন নিজের বিয়ের আসরে।
আরও পড়ুন … IPL 2025-এ ‘ব্রোম্যান্স’! CSK vs RCB ম্যাচের পরে চিপক দেখল ধোনি-কোহলির ‘মাহিরাট মুহূর্ত’
২২ মার্চ, IPL ২০২৫-এর প্রথম ম্যাচের দিনই ছিল এই উন্মাদ RCB সমর্থকের বিয়ে ছিল, ভিডিয়োটাও সেই দিনেই তোলা হয়েছিল। KKR vs RCB ম্যাচ চলাকালীন এই ভক্ত RCB ম্যাচের দিকে নজর রেখেছিলেন। প্রিয় দলের জয়ের খবর জানতে আগ্রহী ছিলেন। ম্যাচের ফলাফল আসার সঙ্গে সঙ্গেই তিনি আনন্দে হাততালি দিতে শুরু করেন, এরপর স্টেজেই উত্তেজনায় লাফাতে থাকেন। কনে হতভম্ব হয়ে তাকিয়ে থাকেন, বুঝতেই পারছিলেন না ঠিক কী ঘটছে! তারপর বর চিৎকার করতে করতে দৌড়ে গিয়ে তার বন্ধুদের জড়িয়ে ধরেন, যা দেখে বিয়ের অতিথিরাও হেসে ফেলেন। কনেও হাসতে শুরু করেন।
আরও পড়ুন … RCB কি IPL 2025 জিতবে? এটাই কি সেই বছর? পতিদার-কোহলিদের নিয়ে কী বললেন এবি ডি'ভিলিয়ার্স?
এই দৃশ্য দেখে উপস্থিত সকলেই মজা পেয়েছেন, কারণ বরের ক্রিকেট-প্রীতি এক মুহূর্তের জন্য তার বিয়ের দিনকেও ছাপিয়ে গিয়েছিল!
দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন … আর্জেন্তিনার বিরুদ্ধে ৪-১ হার, চাকরি গেল ব্রাজিল দলের কোচ দোরিভাল জুনিয়রের! কে আসছেন দায়িত্বে?
অনেক বিশেষজ্ঞই বলছেন এবারে RCB অনেক ভালো দল গড়েছে। ফলে এবারে আইপিএল জয়ের সম্ভাবনা রয়েছে বিরাট কোহলির দলের। এবি ডি'ভিলিয়ার্স তো বলেই ফেলেছেন যে, এবারের RCB দল অনেক ভালো হয়েছে। এই দলে অনেক অপশন রয়েছে। সেই কারণেই তো KKR-কে কলকাতায় হারানোর পরে CSK-কে চিপকে হারাতে পারল কোহলির RCB। এখন দেখার আগামীতে বিরাট কোহলিরা নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে পারেন কিনা?