মুম্বই ইন্ডিয়ান্স বরাবর তরুণ প্রতিভা খুঁজে বার করতে ওস্তাদ। সম্ভাবনাময় ক্রিকেটারদের নিজেদের মেলে ধরার যথাযথ মঞ্চ উপহার দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত করতে মুম্বই ফ্র্যাঞ্চাইজির জুড়ি নেই। মুম্বইয়ের জার্সিতে আইপিএল মাতিয়ে জাতীয় দলে বিচরণ করছেন, এমন ক্রিকেটারের সংখ্যা নিতান্ত কম নয়। ইশান কিষাণ থেকে তিলক বর্মা পর্যন্ত সেই ধারাটা বজায় রয়েছে সমানে। তবে এবার এমন এক প্রতিভার সন্ধান দেয় মুম্বই ইন্ডিয়ান্স, যা চমকে দিতে বাধ্য ক্রিকেটপ্রেমীদের।
মুম্বই ইন্ডিয়ান্সের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়, যেখানে স্থানীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নেট প্র্যাক্টিস করতে দেখা যায় কয়েকজনকে। চমক ছিল অন্য যায়গায়। যিনি বোলিং করছিলেন, তাঁর পোশাকটাই আসলে নজর কাড়ে সবার আগে।
আসলে নেটে বোলিং করতে দেখা যায় এক পুলিশ আধিকারিককে, যিনি ইউনিফর্ম পরে ছিলেন। জার্সি-ট্রাউজার তো দূরের কথা, পায়ে খেলার জুতো পর্যন্ত ছিল না। সেই অবস্থাতেই সংশ্লিষ্ট পুলিশ কর্মিকে আগুনে গতিতে বল করতে দেখা যায়। তাঁর পেস বোলিংয়ে ছিটকে যায় ব্যাটারের মিডল স্টাম্প।
আরও পড়ুন:- Prithvi Creates Ten Records: কাউন্টিতে ডাবল সেঞ্চুরি করে রোহিতদের সঙ্গে এলিট লিস্টে পৃথ্বী, গড়লেন ১০টি রেকর্ড
সঙ্গত কারণেই এমন ভিডিয়ো যারপরনাই আপ্লুত করে নেটিজেনদের। বিশেষ করে পুলিশ কর্মির অনবদ্য বোলিং অ্যাকশনে মজে ক্রিকেটপ্রেমীরা। ব্যাটারের টেকনিক নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন বটে, তবে একটি বিষয়ে সকলে একমত যে, সংশ্লিষ্ট পুলিশ অফিসারের ক্রিকেট প্রতিভা প্রশংসা করার মতোই।
মুম্বই ইন্ডিয়ান্সের তরফে ভিডিয়োটির অনবদ্য ক্য়পশনও দেওয়া হয়। ১০০ ডায়াল করে অভিযোগ জানানোর ছলে বলা হয় যা, ‘হ্যালো ১০০, আমরা আগুনে গতির একটি অভিযোগ দায়ের করতে চাই।’
আরও পড়ুন:- World Cup 2023 Revised Schedule: কালীপুজোর দিনে ইডেনে পাকিস্তানের খেলা নয়, বদলাল বিশ্বকাপের ৯টি ম্যাচের দিনক্ষণ
নেটে বল করা সেই পুলিশ আধিকারিকের বোলিং অ্যাকশন যথার্থই চোখে লাগার মতো। রান-আপ অনবদ্য। ডেলিভারির সময় নন-বোলিং আর্মের অবস্থান থেকে ফলো-থ্রু, সব কিছুই প্রায় নিখুঁত। পেশাদার ক্রিকেটারদের মতোই নিখুঁত ইন-সুইং ডেলিভারিতে ব্যাটারকে পরাস্ত করেন তিনি। তাঁর বলের লাইন-নেলথ ছিল এক্কেবারে যথাযাথ। বল ব্যাটারের ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে সোজা মিডল স্টাম্প উড়িয়ে দেয়।
একটা বিষয় নিশ্চিত যে, পুলিশের পেশায় যোগ দেওয়ার পরেও সংশ্লিষ্ট আধিকারিকের ক্রিকেট নিয়ে আগ্রহ রয়েছে বিপুল। যদিও এটা জানা সম্ভব নয় তিনি আগে ক্রিকেটের কোচিং নিয়েছেন কিনা। ক্রিকেটের প্রাথমিক পাঠ পড়া থাকুক বা না থাকুক, তাঁর প্রতিভার যে অভাব নেই, এটা বুঝে নিতে অসুবিধা হয় না।