ওডিআই ক্রিকেটে সূর্যকুমার যাদবের ফর্ম নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এর মাঝেই ভারত এশিয়া কাপের দিকে এগোচ্ছে। তার পরে আবার ঘরের মাঠে ২০২৩ ওডিআই বিশ্বকাপ রয়েছে। অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের মন্তব্যের পর, সূর্যকুমার নিজেই স্বীকার করেছেন যে, ওডিআই ফরম্যাটে তাঁর দুর্বল পরিসংখ্যানের কথা। পাশাপাশি বলেছেন, এবং স্বীকার করেছেন যে, তিনি যা সুযোগ পেয়েছেন, তার সদ্ব্যবহার তিনি করতে পারেননি।
গোটা গ্রীষ্মে সাদা বলের ক্রিকেটে একের পর এক খারাপ পারফরম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ফর্মে ফিরেছেন তিনি। তবে এই তারকা ব্যাটসম্যান, বিশেষ করে ৫০ ওভারের ফরম্যাটে তিনি দুই বছরেরও বেশি সময় ধরে একটি হাফসেঞ্চুরি করেননি। যেটা সূর্যের ক্যারিয়ারের কাছে বড় ধাক্কা। এই সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৩ রান করলেও, সেটা এসেছে তাঁর পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতে। তবে এই পারফরম্যান্স নিয়ে কি ওডিআই বিশ্বকাপের দলে সুযোগ পাবেন তিনি?
আরও পড়ুন: দ্রাবিড়-লক্ষ্মণ নেই, জসপ্রীতদের নতুন কোচ সৌরাষ্ট্রের প্রাক্তনী, জানেন তাঁর পরিচয়?
ভারতীয় দলে পছন্দের চার নম্বর ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার এই বছরের শুরুতে চোটের কবলে পড়তে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট শ্রেয়সের ব্যাক-আপ বিকল্প হিসেবে সূর্যকুমারকে খেলিয়ে চেষ্টা করেছেন। তাঁকে ওডিআই-এ টানা সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু ৩২ বছরের তারকা সেগুলি কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। তিনি তিনটি গোল্ডেন ডাক সহ ন'টি ইনিংসে মাত্র ১২৭ রান করতে পেরেছেন তিনি। কোনও হাফসেঞ্চুরি নেই। এবং তিনি ৩০ রানের সীমা অতিক্রম করেছেন মাত্র দু'বার। এই বছর অন্তত ১০০টি ডেলিভারির মুখোমুখি হওয়া এবং কমপক্ষে ১০টি ম্যাচ খেলেছে এমন ব্যাটারদের মধ্যে, সূর্যকুমারের গড় ১৪.১১। যা ওডিআই ফরম্যাটে টপ অর্ডার ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম।
আরও পড়ুন: যশস্বী-শুভমন ঝড়ে উড়ে গেল উইন্ডিজ, হল একাধিক নজির, দেখে নিন তালিকা
রোহিত ওয়ানডে বিশ্বকাপে শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তন সম্পর্কে আপডেট দেওয়ার কয়েক দিন পরেই সূর্যকুমার নিজের পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেছেন। যদিও রিপোর্টে দাবি করা হয়েছে যে, কেএল রাহুল বা আইয়ার কেউই এশিয়া কাপের জন্য যথেষ্ট ফিট হবেন না। রোহিত আশায় রয়েছেন যে, বিশ্বকাপের আগে ফিট হয়ে শ্রেয়স এবং রাহুল দলে যোগ দেবেন। রোহিত গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন, ‘শ্রেয়স আইয়ার সম্পূর্ণ ফিটনেসের পথে রয়েছে। তাই বিশ্বকাপে ওর ফিরে আসার আশা করছি।’
বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার জন্য সূর্যকুমারের লড়াই শুধু শ্রেয়স আইয়ারের সঙ্গে নয়। প্রকৃতপক্ষে তিনি চার নম্বর স্পটটির জন্য চতুর্মুখী লড়াইয়ের সামনে দাঁড়িয়ে রয়েছেন, যেখানে রাহুল এবং সঞ্জু স্যামসনও প্রতিযোগিতায় রয়েছেন। এবং সাম্প্রতিক সময়ে অভিজ্ঞ এবং বিশেষজ্ঞরা চার নম্বর স্পটের জন্য তরুণ তিলক বর্মাকেও দলে নেওয়ার দাবি তুলেছেন।