শুভব্রত মুখার্জি:- ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের মরশুম। দলীপ ট্রফির মধ্যে দিয়ে শুরু হবে মরশুম। তার শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে ব্যস্ত ক্রিকেটাররা। কোন কোন ক্রিকেটার বুচি বাবু টুর্নামেন্টের মতন ঘরোয়া টুর্নামেন্ট খেলছেন, কেউ আবার কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে ব্যস্ত। আবার কেউ কেউ নিজেই অনুশীলন করে দলীপের অনুশীলন সারছেন। আবার অনেকেই এই ব্যস্ত সূচির মাঝে সময় বের করে নিয়ে বিভিন্ন সামাজিক ক্রীড়া কর্মেও যুক্ত হচ্ছেন। সম্প্রতি কোয়েম্বাটুরে এমন এক অনুষ্ঠানে দেখা গেল দুই ভারতীয় তারকা ক্রিকেটারকে। উপস্থিত হন ভারতীয় টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার। সেখানে ক্যানসার আক্রান্ত খুদেদের সঙ্গে দীর্ঘ সময় কাটান তাঁরা।
আরও পড়ুন… Pickleball: ভারতে আসছেন আন্দ্রে আগাসি, তবে টেনিসের জন্য নয়!
ক্যানসার আক্রান্তদের সঙ্গে আড্ডা দিতে, কথা বলতে দেখা যায় তাদের। কোয়েম্বাটুরের শ্রী রামকৃষ্ণ হাসপাতালের ফ্রি পেডিয়াট্রিক অনকলজি ওয়ার্ডে এসে উপস্থিত হন। ঘটনাচক্রে মুম্বইয়ের এই দুই ক্রিকেটার বুচি বাবু টুর্নামেন্টে খেলতে উপস্থিত ছিলেন কোয়েম্বাটুরে। সেখান থেকেই সময় বের করে তারা আসেন। ১৫ জন খুদের এই মুহূর্তে ক্যান্সার চিকিৎসা চলছে এই হাসপাতালে। সেখানে এসে উপস্থিত হন তারা। তাদের দেখে স্বভাবতই খুব খুশি হন বাচ্চারা। তারা বেশ উৎসাহের সঙ্গে সূর্য এবং শ্রেয়সকে বরণ করে নেন। তারা লাল রঙের গোলাপ দিয়ে দুই ক্রিকেটারকে বরণ করে নেন। সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ারের সঙ্গে তাদের মুম্বইয়ের আরেক সতীর্থ তথা একসময়ে ভারতীয় দলের হয়ে খেলা পেসার ধাওয়াল কুলকার্নিও এসে উপস্থিত হয়েছিলেন হাসপাতালে।
আরও পড়ুন… আমি প্রত্যেককে সম্মান করি কিন্তু… জানেন কার বিরুদ্ধে বল করতে ভয় পান জসপ্রীত বুমরাহ
সূর্যকুমার সকলের সঙ্গেই কথা বলেন। তাদের ইচ্ছার কথা জানতে চান। তারা বড় হয়ে কী হতে চান জানতে চান। কোন কোন বিষয় তাদের ভালো লাগে সেটাও জানতে চান তিনি। তাদের পছন্দের ক্রিকেটার কে বা কারা সেই বিষয়েও প্রশ্ন করেন তিনি। ক্রিকেটারদের প্রতি নিজেদের ভালোবাসা দেখাতে তারা তাদের আঁকা সূর্যকুমার যাদব এবং শ্রেয়স আইয়ারের ছবি তাদেরকে উপহার হিসেবে দেন। কচিকাঁচাদের বয়স এবং তাদের প্রত্যেক দিনের রুটিন শোনার পরে বেশ ইমোশনালও হয়ে পড়েছিলেন ক্রিকেটাররা। পাশাপাশি হাসপাতালের ডিরেক্টর পি গুহানের সঙ্গেও কথা বলেন সূর্যকুমার যাদব। খুদেদের চিকিৎসার বিষয়েও খোঁজ খবর নেন তিনি। কতদিন ধরে এই খুদেদের চিকিৎসা চলছে তাও জানতে চান তিনি। পাশাপাশি হাসপাতালের অনকলজি বিভাগের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি।