টেস্টে একেবারেই ভালো সময় যাচ্ছে না শুভমন গিলের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফিতে খুবই হতাশজনক পারফরম্যান্স ছিল এই ডান হাতি ব্যাটারের। পাঁচ ইনিংসে মাত্র ৯৩ রান করেছিলেন তিনি। ইনজুরির কারণে পার্থে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি ২৫ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। তাঁকে মেলবোর্নে চতুর্থ টেস্টের প্রথম একাদশ থেকেও বাদ দেওয়া হয়েছিল, কারণ ম্যানেজমেন্ট তিন অলরাউন্ডার- রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং নীতীশ কুমার রেড্ডিকে দলে চেয়েছিল। ভারতের প্রাক্তন ব্যাটসম্যান সুব্রামানিয়াম বদ্রীনাথ টেস্ট ক্রিকেটে গিলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেছেন। তাঁর অবদান নিয়েও প্রশ্ন তোলেন বদ্রিনাথ। শুধু তাই নয়, ফিল্ডিংও খুব খারাপ করেছিলেন গিল এবং তাঁর মানসিকতা সঠিক ছিল না বলে মনে করেন বদ্রিনাথ।
স্টার স্পোর্টস তামিলে বক্তব্য রাখতে গিয়ে বদ্রীনাথ বলেছেন, ‘এটা দেখা আমার জন্য খুবই কষ্টের। খেলার এই পর্যায়ের জন্য সে প্রত্যাশা পূরণ করতে পারেনি। দেখুন, সে রান পেতে পারে, আবার নাও পেতে পারে, তবে উদ্দেশ্য এবং আগ্রাসন থাকা উচিত ছিল। আমি দেখতে চেয়েছিলাম, সে বোলারদের ক্লান্ত করে তুলছে।’ তিনি আরও যোগ করেন, ‘আমি চেয়েছিলাম সে বলটাকে পুরোনো করে দিক। এই ভাবে সতীর্থদের সাহায্য করুক এবং রান না আসলেও ক্রিজে টিকে থাকুক। ১০০ বল খেলুক, বোলারদের ক্লান্ত করুক। সেটাও দলের প্রতি একটা অবদান (হওয়ার কথা)। ল্যাবুশান এবং ম্যাকসুইনি এটি কয়েকটি গেমে করেছিল। অনেকগুলি ডট বল খেলে, তারা আসলে বুমরাহকে ক্লান্ত করেছিল।’ শুভমন গিল তামিলনাড়ুর ক্রিকেটার হলে তাঁকে বাদ দেওয়া হতো বলে ও বিস্ফোরক অভিযোগ করেন বদ্রীনাথ।
অ্যাডিলেড টেস্টে বেশ ভালো ছন্দে দেখাচ্ছিল শুভমন গিলকে। তবে সেট হওয়ার পর উইকেট ছুড়ে দিয়ে আসেন তিনি। সিডনি টেস্টে একই প্যাটার্ন অনুসরণ করেন, যেখানে তিনি প্রথম দিনে লাঞ্চ সেশনের আগে শেষ বলে ক্রিজ থেকে বেরিয়ে শট খেলতে যান এবং নাথান লিয়নের বলে উইকেট হারান। বদ্রীনাথ গিলের খেলার ত্রুটি তুলে ধরেন এবং মাঠে তাঁর মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘আপনি অবশ্যই সেখানে গিয়ে বলবেন না, ওহ! আমি এভাবেই খেলি। আমি দাঁড়িয়ে আছি, তুমি ডেলিভারি করো। তোমায় মাথায় রাখতে হবে লোকে এটা দেখছে। তুমি যা করতে পার তা হল, সেই সময়ে নিজের সবরকম চেষ্টা করা এবং কিছু করে দেখানো।’ তিনি আরও যোগ করেন, ‘এই সিরিজে শুভমনের কাছ থেকে কিছুই পাইনি আমরা। এমনকী ফিল্ডিংয়েও খারাপ ছিল সে। স্লিপ এবং পয়েন্টে ছিল না ও। দলের জন্য সে কী অবদান রেখেছে তাহলে?’