Shukri Conrad not happy with Cape Town pitch: কেপটাউনের নিউল্যান্ডসের বাইশ গজ নিয়ে খুশি নন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড। ম্যাচের পরে তিনি এর কারণ বর্ণনা করেছেন। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার এই টেস্ট ম্যাচটি সবচেয়ে কম ওভারের খেলা হয়েছিল। মাত্র ১০৬.২ ওভারেই টেস্ট ম্যাচটি সমাপ্ত হয়ে যায়। এটি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত টেস্ট ম্যাচ। এই ম্যাচের পরে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড বলেছেন, এই খেলাটি খুবই খারাপ হয়েছে। তাঁর মতে এখানে ম্যাচ জিততে হলে দক্ষতার চেয়ে ভাগ্যের বেশি প্রয়োজন হবে।
১০৬.২ ওভারের খেলায় ভারত পাঁচ সেশনে দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়েছে। কেপটাউনে প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ভারত। ও এই জয়ের ফলে সিরিজটি ১-১ সমতায় করেছে টিম ইন্থাডিয়া। এই ম্যাচের পরে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড বলেন, ‘আমি জানি না মানুষ আমার থেকে কী শুনতে চায়। আপনাকে স্কোর দেখতে হবে। দেড় দিনের টেস্ট ম্যাচ। দেখতে হবে কীভাবে তারা ৮০ রান (৭৯ রান) তাড়া করেছিল। এটি একটি দুঃখজনক পরিস্থিতি যখন আপনার দক্ষতার চেয়ে ভাগ্যের বেশি প্রয়োজন হয়। টেস্ট ক্রিকেটের সমস্ত নৈতিকতা ও মূল্যবোধ চলে গেছে।’
শুকরি কনরাড আরও বলেন, ‘সকলেই জানত উইকেটটা ভালো নয়।’ কনরাড নিউল্যান্ডসের প্রধান কিউরেটর ব্রাম মং-এর প্রতি সহানুভূতি প্রকাশ করেছিলেন। তিনি বলেন, ‘আমি ব্রাম মংকে জানি। তিনি একজন ভালো কিউরেটর। কখনও কখনও ভালো কিউরেটররাও খারাপ জিনিস বা ভুল করে ফেলে। এটি তাঁকে অকেজো মাঠকর্মী করে না। সে অনেক কিছু শিখবে। তিনিও এটাকে ভালো করতে চেয়েছিলেন, কিন্তু তিনি এই উইকেটটিকে প্রয়োজনের চেয়ে বেশি প্রস্তুত করে ফেলেছিলেন।’
এদিকে পিচ নিয়ে সমালোচনা করেন ভারীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। কেপটাউনের পিচ নিয়ে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার মেজাজ যেন সপ্তমে ছিল। টেস্ট ম্যাচ শেষে রোহিত পিচ নিয়ে আইসিসির দ্বিচারিতাকে সামনে এনেছেন। ভারতের স্পিন সহায়ক পিচ নিয়ে বারংবার প্রশ্ন তোলা হয়েছে। নির্ধারিত পাঁচ দিন সময়ের আগেই ম্যাচ শেষ হলেই যাওয়ায় ভারতীয় ২২ গজ টেস্ট ম্যাচ খেলার যোগ্য নয় এমন একটা ছবি তুলে ধরার চেষ্টা হয়েছে বারবার। গত ওডিআই বিশ্বকাপের ফাইনাল আয়োজন করা হয় আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেখানকার পিচকেও সাধারণ মানের রেটিং দেওয়া হয়েছে আইসিসির তরফে। কেপটাউন টেস্ট জিতে ঘুরিয়ে সেই কথা মনে করিয়ে দিয়েছেন রোহিত। প্রসঙ্গত কেপটাউনের পিচ নিয়ে ভারত অধিনায়কের গলার সুর শোনা গিয়েছে প্রাক্তন তারকা প্রোটিয়া পেসার অ্যালান ডোনাল্ডের গলাতেও। তাঁর স্পষ্ট বক্তব্য আমি কেপটাউনে এমন পিচ এর আগে দেখিনি।