হয়তো টিম ইন্ডিয়ায় জায়গা হয় না ভুবনেশ্বর কুমারের। তাঁকে এখন আর যোগ্য বলেই মনে করা হয় না। কিন্তু এই খেলোয়াড়ের এখনও জাতীয় দলে খেলতে পারেন, আর সেটা আবারও প্রমাণ করে দিয়েছেন। ভুবনেশ্বর কুমার এমন একটি কৃতিত্ব অর্জন করেছেন, যা কোনও ফাস্ট বোলারের নেই। ভারতের মাটিতে প্রথম বারের মতো বিরাট মাইলস্টোন ছুঁয়েছেন ভুবনেশ্বর কুমার। শুক্রবার (২৩ মে) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভুবি এই নজির গড়েছেন।
ভুবনেশ্বর কুমার ভারতের মাটিতে প্রথম ফাস্ট বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০টি উইকেট নেওয়ার নজির গড়েছেন। এই নজির আর কোনও পেসারের নেই। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের মাটিতে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড পীযূষ চাওলার দখলে রয়েছে। পীযূষ ভারতে অনুষ্ঠিত টি২০ ক্রিকেটে ২৮৯টি উইকেট নিয়েছেন। এর পর আছেন যুজবেন্দ্র চাহাল। তাঁর সংগ্রহ ২৮৭টি উইকেট নিয়ে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে ৪৩ রান দিয়ে একটি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। সেই সঙ্গে ভারতের মাটিতে টি২০ ক্রিকেটে ২৫০টি উইকেটে নেওয়ার মাইলস্টোন স্পর্শ করেন। এদিন ট্র্যাভিস হেডের গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছেন ভুবি। এবং সেই সঙ্গে ইতিহাসের পাতায় তাঁর নাম লিখিয়েছেন।
ভুবনেশ্বর কুমারের টি-টোয়েন্টি রেকর্ড
ভুবনেশ্বর কুমারের টি-টোয়েন্টি ক্যারিয়ারের কথা বলতে গেলে, এই খেলোয়াড় ৩০৫টি ম্যাচ খেলে মোট ৩২২ উইকেট নিয়েছেন। এই খেলোয়াড়ের ইকোনমি রেটও মাত্র ৭.৩২। সবচেয়ে বড় কথা হল, ভুবনেশ্বর কুমার পাওয়ার প্লে এবং ডেথ ওভারে বল করে, তা সত্ত্বেও, এই খেলোয়াড় এত মিতব্যয়ী বোলিং করে। আইপিএলের কথা বলতে গেলে, ভুবি ১৮৭ ম্যাচে ১৯৪ উইকেট নিয়েছেন।
ভুবনেশ্বর কুমার টিম ইন্ডিয়ার বাইরে
ভুবনেশ্বর কুমার গত তিন বছর ধরে টিম ইন্ডিয়ার বাইরে। এই খেলোয়াড় শেষ বার টিম ইন্ডিয়ার হয়ে খেলেছিলেন ২০২২ সালে, তার পর থেকে ভুবিকে আর নির্বাচিত করা হয়নি। চোট এবং তার মাঝখানের খারাপ পারফরম্যান্সের জেরে ভুবনেশ্বর কুমার ভারতীয় দলের গণ্ডির বাইরে বেরিয়ে যান। তবে পরবর্তীতে তিনি ভালো পারফরম্যান্স করার পরেও, ভারতের নির্বাচকেরা তার দিকে মনোযোগ দেওয়াই বন্ধ করে দিয়েছেন। এদিকে, ভুবি কিন্তু এখনও আইপিএলে তাঁর জাদু দেখাচ্ছেন। তবুও তাঁর ভাগ্যের চাকা ঘুরছে না। আর কি কখনও ভুবি জাতীয় দলের দরজায় সজোরে ধাক্কা দিতে পারবেন?