এতে তো নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ হেরে সিরিজ খোয়াতে হয়েছে পাকিস্তানকে। তার উপর হারের জ্বালা মেটার আগেই আইসিসির শাস্তির মুখে পড়তে হল মহম্মদ রিজওয়ানদের। একা ক্যাপ্টেন রিজওয়ানকেই নয়, বরং দলগত অপরাধের জন্য পাকিস্তান দলের প্রত্যেককে শাস্তি দিল আইসিসি।
আসলে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে নির্ধারিত সময়ে বোলিং কোটা শেষ করতে পারেনি পাকিস্তান। তাই স্লো ওভার-রেটের দায়ে পড়ে তারা। সব দিক বিবেচনার পরেও ১ ওভার পিছিয়ে ছিলেন মহম্মদ রিজওয়ানরা। ফলে ক্রিকেটারদের ম্যাচ ফি-র ৫ শতাংশ করে জরিমানা করা হয়।
আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা পূর্ণ করতে না পারলে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফি-র ৫ শতাংশ হারে জরিমানা করা হয় সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের। এক্ষেত্রে দল ১ ওভারই পিছিয়ে থাকায় ৫ শতাংশ করে ম্যাচ ফি কেটে নেওয়া হয় পাক ক্রিকেটারদের।
ফিল্ড আম্পায়ারদের রিপোর্ট অনুযায়ী আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি জেফ ক্রো দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের শেষে পাকিস্তান দলের শাস্তিবিধান করেন। ক্যাপ্টেন রিজওয়ান অপরাধ স্বীকার করে নেওয়ায় ফর্ম্যাল হেয়ারিংয়ের প্রয়োজন পড়েনি। উল্লেখ্য হ্যামিল্টনে ফিল্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন ইংল্যান্ডের মাইকেল গফ ও নিউজিল্যান্ডের ওয়েন নাইট। তৃতীয় আম্পায়ার ছিলেন অস্ট্রেলিয়ার পল রেইফেল। চতুর্থ আম্পায়ার ছিলেন নিউজিল্যান্ডের ক্রিস ব্রাউন।
উল্লেখ্য, চলতি ওয়ান ডে সিরিজে পরপর ২টি ম্যাচে স্লো ওভার-রেটের দায়ে পড়ে পাকিস্তান। নেপিয়ারের প্রথম ওয়ান ডে ম্যাচেও নির্ধারিত সময়ে বোলিং কোটা শেষ করতে পারেনি তারা। সেই ম্যাচে ২ ওভার পিছিয়ে ছিলেন মহম্মদ রিজওয়ানরা। সুতরাং, প্রথম ম্যাচে পাক ক্রিকেটারদের ম্যাচ ফি-র ১০ শতাংশ করে কাটা যায় শাস্তি হিসেবে।
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের ফলাফল
হ্যামিল্টনে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৯২ রান তোলে। ৭টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৭৮ বলে ৯৯ রান করে অপরাজিত থাকেন মিচেল হে।
পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান ৪১.২ ওভারে ২০৮ রানে অল-আউট হয়ে যায়। ৮৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড। ৮০ বলে ৭৩ রান করেন ফহিম আশরাফ। তিনি ৬টি চার ও ৩টি ছক্কা মারেন। ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৫১ রান করেন নাসিম শাহ।