চিপকে ৫০ রানের বিশাল ব্যবধানে স্বাগতিক চেন্নাই সুপার কিংসকে হারিয়ে ইতিহাস গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএল ইতিহাসে চেন্নাই সুপার কিংসের (CSK) সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ড গড়েছে। তবে ম্যাচ চলাকালীন সবচেয়ে বড় চমক ছিল এমএস ধোনির ব্যাটিং অর্ডারে নীচে নামা। যেখানে তাঁকে ৯ নম্বরে পাঠানো হয়, এমনকি রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজারও পরে।
ধোনিকে ঘিরে পতিদারের ‘গম্ভীর’ কৌশল
ম্যাচ প্রায় হেরে যাওয়ার পরই ধোনি ব্যাট হাতে নামেন, কিন্তু তখনই রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক রজত পতিদার সকলকে চমকে দেন। তিনি একটি বিশেষ কৌশল অনুসরণ করেন, যা ২০১৭ সালে মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে সেই সময়কার কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর করেছিলেন।
অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনির প্রথম বলের জন্য শর্ট লেগ ও স্লিপ ফিল্ডার সাজিয়ে রাখেন রজত পতিদার। একেবারে ২০১৭ সালে গম্ভীরের সেট করা ফিল্ডিংয়ের অনুকরণে। সেই সময় ধোনি রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলতেন, আর গম্ভীর ছিলেন কেকেআরের অধিনায়ক।
ভক্তরা দ্রুতই এই কৌশলের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। ধোনি প্রথম বলে শান্তভাবে প্রতিরোধী শট খেলেন লিয়াম লিভিংস্টোনের বিরুদ্ধে, তবে আরসিবির জন্য এটি ছিল ইতিবাচক দিক। তবে ম্যাচে রজত পতিদারের এই কৌশল দেখে অনেক ভক্ত গম্ভীরের স্মৃতিকে মনে করিয়ে দিয়ে বলেন, ‘নতুন খলনায়কের জন্ম হয়ে গেল।’
আরও পড়ুন … ভিডিয়ো: CSK-র তরুণ তারকার আবদারে অবাক কোহলি! হাসি থামাতে পারলেন না ধোনি
ধোনির শেষ মুহূর্তের ঝলক, কিন্তু ম্যাচ হাতছাড়া
শেষ পর্যন্ত ধোনি ১৬ বলে অপরাজিত ৩০ রান করেন, যেখানে দুটি ছক্কা ও একটি চার ছিল। তবে তার ইনিংস ছিল মূলত সান্ত্বনা স্বরূপ, কারণ ততক্ষণে সিএসকের হার নিশ্চিত হয়ে গিয়েছিল। শেষ ওভারে বোলিংয়ের দায়িত্ব পান ক্রুণাল পান্ডিয়া, যদিও সাধারণত এই পরিস্থিতিতে ভুবনেশ্বর কুমার বল করতেন। তবে ম্যাচের ফলাফল অনেকটাই নিশ্চিত থাকায় পতিদার অন্য বিকল্প বেছে নেন।
আরও পড়ুন … IPL 2025: চিপকে CSK হারতেই রায়ডুকে RCB ভক্তদের খোঁচা! মজার জবাব দিয়ে ভাইরাল অম্বাতি
পতিদারের সম্মানজ্ঞাপন ও আরসিবির দুর্দান্ত শুরু
রজত পতিদার তার প্রথম আইপিএল মরশুমেই দুর্দান্ত নেতৃত্ব দেখিয়েছেন, ব্যাট হাতে দ্রুতগতির হাফ-সেঞ্চুরি করে ম্যাচ সেরা হন। ম্যাচ শেষে যখন খেলোয়াড়রা করমর্দন করছিলেন, তখন পতিদার ধোনির প্রতি সম্মান জানিয়ে মাথা ঝুঁকিয়ে তার সঙ্গে হাত মেলান।
এই জয়ের ফলে আরসিবি টানা দ্বিতীয় জয় তুলে নিল, যা তাদের আইপিএল ইতিহাসে তৃতীয়বারের মতো মরশুমের প্রথম দুই ম্যাচে জয়। বর্তমানে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে, বেশ ভালো নেট রান রেট (NRR) নিয়েও। অন্যদিকে, সিএসকে কিছুটা পিছিয়ে পড়লেও এখনও সেরা চারে রয়েছে।
আরও পড়ুন … IPL 2025: তোমায় দেখে নেব… CSK vs RCB ম্যাচের পরে খলিলকে কোহলির ধমক! ভাইরাল হল ভিডিয়ো
পরবর্তী ম্যাচসমূহ
সিএসকে তাদের পরবর্তী ম্যাচে রবিবার গুয়াহাটি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। আরসিবি নিজেদের প্রথম হোম ম্যাচ খেলবে বুধবার, যেখানে তাদের প্রতিপক্ষ গুজরাট টাইটান্স।