২০২০ সালের ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে তিনি কিন্তু আইপিএল থেকে অবসর নেননি। ২০২৫ সালেও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন ধোনি। কিন্তু পরের মরশুমের জন্য ৪৩ বছরের তারকা ক্রিকেটার ধোনি বড় পদক্ষেপ নিয়েছেন। ২০২৫ আইপিএলে সম্ভবত হালকা ব্যাট ব্যবহার করবেন ধোনি। তাঁকে আগে ভারী ব্যাটে খেলতে দেখা যেতে। কিন্তু এবার নিজের জায়গা থেকে সরে আসছেন মাহি।
আরও পড়ুন: হার্দিক, শামির ওয়ালপেপারে কার ছবি আছে জানেন? শ্রেয়স, জাড্ডুর ফোন লিস্টে শেষ কল কার?- ভিডিয়ো
২০২৫ সালের আইপিএলে হালকা ব্যাট হাতে খেলতে পারেন ধোনি
আইপিএল ২০২৫-এ, মহেন্দ্র সিং ধোনিকে আবারও চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সি পরে ভক্তদের বিনোদন করতে দেখা যাবে। তবে আসন্ন মরশুমের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাক্তন ভারত অধিনায়ককে হালকা ওজনের ব্যাট নিয়ে খেলতে দেখা যেতে পারে। ভারী ব্যাটে বড় শট খেলতেই এতদিন মাহিকে দেখেছেন ক্রিকেট ভক্তরা। মহেন্দ্র সিং ধোনি অনূর্ধ্ব-১৯-এ খেলার সময় থেকেই প্রায় ১২০০ গ্রাম ওজনের ব্যাট ব্যবহার করতেন। এবং তার বেশিরভাগ ব্যাট জলন্ধরে তৈরি। সিনিয়র দলে সুযোগ পাওয়ার পর প্রায় ১৩০০ গ্রাম ওজনের ব্যাট ব্যবহার শুরু করেন মাহি।
আরও পড়ুন: অ্যান্ডারসনকে টপকে ইংল্যান্ডের দ্রুততম ৫০ উইকেটের মালিক এখন জোফ্রা, হল আরও নজির
পাঁচটি নতুন ব্যাট পৌঁছেছে ধোনির বাড়িতে
সম্প্রতি মহেন্দ্র সিং ধোনির বাড়িতে পাঁচটি নতুন ব্যাট পাঠানো হয়েছে বলে গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে। এই সব ব্যাট তৈরি হয়েছে পঞ্জাবের জলন্ধরে। মহেন্দ্র সিং ধোনি সম্পর্কিত বিশেষ তথ্যও দিয়েছেন সুরেশ রায়না। প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়না, ভারত-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচের সময়ে দাবি করেছেন যে, ধোনি তাঁর ব্যাটে কিছু পরিবর্তন করছেন। আসলে বয়স বাড়ার কারণেই সম্ভবত এই পদক্ষেপ নিয়েছেন ধোনি এবং ব্যাটিং অর্ডারেও তিনি পরিবর্তন আনতে পারেন, এমন ইঙ্গিতও রয়েছে।
আরও পড়ুন: Champions Trophy-তে চোট পেয়ে মন ভাঙল? ক্রিকেট থেকে অবসর নিয়ে দেশ ছাড়ার পরিকল্পনা ফখরের- রিপোর্ট
চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই সম্ভবত সিএসকে শিবিরে যোগ মাহির
সূত্রের খবর, মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস শিবিরে যোগ দেওয়ার তারিখ নিয়ে সংশয় রয়েছে। মাহি কবে চেন্নাই সুপার কিংস শিবিরে যোগ দেবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে, এর আগে খবর শোনা যাচ্ছিল যে, চ্যাম্পিয়ন্স ট্রফির পরে সিএসকে শিবিরে যোগ দেবেন প্রাক্তন অধিনায়ক, তবে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। মাহিকে আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক হিসেবে গণ্য করা হয়। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস রেকর্ড ৫ বার শিরোপা জিতেছে।