ঘরের মাঠে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে লজ্জাজনক পারফরম্যান্সের সৌজন্যে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ড ও ভারতের কাছে পরপর দুই ম্যাচে শোচনীয় ভাবে হারেন মহম্মদ রিজওয়ানরা। এই নিয়ে সমালোচনার ঝড় বইছে। এর মাঝেই ফখর জামানের ওডিই ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে তোলপাড় পাক ক্রিকেট।
পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরানুযায়ী, দলের অভিজ্ঞ ব্যাটসম্যান এবং ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের নায়ক ফখর জামান তাঁর ওডিআই ক্যারিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে, বাঁ-হাতি তারকা ব্যাটসম্যান নাকি শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন একথা।
আরও পড়ুন: অ্যান্ডারসনকে টপকে ইংল্যান্ডের দ্রুততম ৫০ উইকেটের মালিক এখন জোফ্রা, হল আরও নজির
অবসর নিয়ে পাকিস্তান ছাড়ার ভাবনা ফখরের
ফকর জামানের ওডিআই থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে তীব্র জল্পনা চলছে। তিনি কি সত্যি একদিনের ক্রিকেট থেকে বিদায় জানাতে চলেছেন? পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৩৪ বছর বয়সী ফখর জামান তার ঘনিষ্ঠদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন এবং তাঁদের জানিয়েছেন যে, তিনি ওডিআই থেকে অবসর নিতে চলেছেন। শীঘ্রই তিনি আনুষ্ঠানিক ভাবে এর ঘোষণা করবেন। শুধু তাই নয়, রিপোর্টে এটাও দাবি করা হয়েছে যে, ফখর পরিবার নিয়ে শীঘ্রই পাকিস্তান ছেড়ে অন্য কোনও দেশে গিয়ে থাকার পরিকল্পনা করছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার পর, এটাই সম্ভবত পাকিস্তানি দলের প্রথম বড় ধাক্কা।
আরও পড়ুন: IPL 2025-এর আগে ব্যাটের ওজন বদলাচ্ছেন? ৫টি নতুন ব্যাট পৌঁছে গিয়েছে ধোনির বাড়ি
চোটের কারণে ছিটকে যেতে হয়েছিল
দলের পরাজয়ের পাশাপাশি ফখর জামানের এই অবসরের সিদ্ধান্ত তাঁর ফিটনেসের কারণেও বলে মনে করা হচ্ছে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফখর জামান পাকিস্তানের দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তবে তার আগে ফিটনেসের কারণে গত কয়েক মাস মাঠের বাইরে ছিলেন। টুর্নামেন্টের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের হাত ধরে মাঠে ফিরেছেন। তাঁর প্রত্যাবর্তন অবশ্য চোখে পড়ার মতো ছিল। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচের নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসের দ্বিতীয় বলে ফিল্ডিং করতে গিয়ে চোট পান। তার পর তিনি মাঠ ছেড়ে উঠে গিয়েছিলেন। যদিও পরে ফিল্ডিং করতে নেমেছিলেন ফখর। এমন কী পাকিস্তানের ইনিংসের সময়ে ব্যাটিং-ও করেছিলেন। তার পর অবশ্য চোটের জন্য বাকি ম্যাচ খেলতে পারেননি। তিনি টর্নামেন্ট থেকেই ছিটকে যান। ভারতের বিপক্ষেও খেলতে পারেননি ফখর।
আরও পড়ুন: হার্দিক, শামির ওয়ালপেপারে কার ছবি আছে জানেন? শ্রেয়স, জাড্ডুর ফোন লিস্টে শেষ কল কার?- ভিডিয়ো
চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে শুরু, শেষও তাহলে এই টুর্নামেন্টের হাত ধরে?
প্রসঙ্গত, ফখরের ওয়ানডে ক্যারিয়ার শুরু হয়েছিল ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির হাত ধরে। এই টুর্নামেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। এর ৮ বছর পর, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচের পরেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন তিনি। সেই সঙ্গে তাঁর ওডিআই ক্যারিয়ারও সত্যি শেষ হয়ে যাচ্ছে? ফখর ৮৬টি ওডিআই ম্যাচ খেলে ৪৬ গড়ে ৩৬৫১ রান করেছেন, যার মধ্যে ১১টি সেঞ্চুরি এবং ১৭টি হাফ সেঞ্চুরি রয়েছে। পাকিস্তানের হয়ে ওয়ানডে-তে ডাবল সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যানও তিনি।