শুক্রবার একানায় লখনউয়ের বিরুদ্ধে ধোনি হতে চেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তবে নিজে থেকে বাড়তি দায়িত্ব নিয়েও দলকে ম্যাচ জেতাতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন। বরং বলা ভালো যে, নিজের কাঁধে দায়িত্ব তুল নিয়ে দলকে হারের মুখে ঠেলে দেন পান্ডিয়া।
প্রথমত, জয়ের জন্য যখন ৭ বলে ২৪ রান দরকার ছিল মুম্বইয়ের, হার্দিকরা ক্রিজের সেট ব্যাটার তিলক বর্মাকে রিটায়ার্ড আউট ঘোষণা করার সিদ্ধান্ত নেন। তাঁর বদলে ব্যাট হাতে ক্রিজে আসেন মিচেল স্যান্টনার। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে যে সূর্যকুমার যাদবের মতো সিনিয়র তারকা খুশি ছিলেন না, সেটা বোঝা যায় ডাগ-আউটে তাঁর বডি ল্যাঙ্গুয়েজ দেখেই।
দ্বিতীয়ত, স্যান্টনারকে মাঠে নামালেও মুম্বই অধিনায়ক তাঁর উপর আস্থা রাখতে পারেননি। জিততে যখন ৪ বলে ১৪ রান দরকার, হার্দিক পান্ডিয়া সিঙ্গল নিয়ে স্যান্টনারকে ব্যাটিং দিতে অস্বীকার করেন। অতীতে মহেন্দ্র সিং ধোনি একইভাবে সিঙ্গল না নিয়ে নিজের দায়িত্বে দলকে জিতিয়েছেন একাধিকবার। হার্দিকের পক্ষে সেটা সম্ভব হয়নি। লখনউয়ের ৮ উইকেটে ২০৩ রানের জবাবে মুম্বই ইন্ডিয়ান্স আটকে যায় ৫ উইকেটে ১৯১ রানে। ফলে ১২ রানে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় এমআইকে।
উল্লেখযোগ্য বিষয় হল, মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ হারলেও তাদের ক্রিকেটাররা ৬টির মধ্যে ৩টি পুরস্কার জিতে নেন। একা হার্দিক পান্ডিয়ার হাতেই ওঠে ম্যাচের জোড়া পুরস্কার। আপাতত দেখে নেওয়া যাক একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ২০২৫-এর ১৬তম লিগ ম্যাচে কোন পুরস্কার উঠল কার হাতে? কে কত টাকা পেলেন চোখ রাখা যাক সেই তালিকাতেও।
১. সুপার স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ- মিচেল মার্শ (১ লক্ষ টাকা)
৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৬০ রানের মারকাটারি ইনিংস খেলার সুবাদে সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন লখনউ সুপার জায়ান্টসের মিচেল মার্শ। ম্যাচে ১৯৩.৫৪ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন মার্শ। তিনি পকেটে পোরেন ১ লক্ষ টাকা।
২. ফ্যান্টাসি কিং অফ দ্য ম্যাচ- হার্দিক পান্ডিয়া (১ লক্ষ টাকা)
সব থেকে বেশি ফ্যান্টাসি পয়েন্ট সংগ্রহ করার সুবাদে ফ্যান্টাসি কিং অফ দ্য ম্যাচের পুরস্কার জেতেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। তিনি প্রথমে ৪ ওভার বল করে ৩৬ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। পরে ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। হার্দিক এক্ষেত্রে পকেটে পোরেন ১ লক্ষ টাকা।
৩. সুপার সিক্সেস অফ দ্য ম্যাচ- এডেন মার্করাম (১ লক্ষ টাকা)
লখনউ সুপার জায়ান্টসের এডেন মার্করাম ম্যাচে দু'দলের সব ব্যাটারদের মধ্যে সব থেকে বেশি ছক্কা মারার সুবাদে সুপার সিক্সেস অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন। তিনি ৩৮ বলে ৫৩ রানের দাপুটে ইনিংস খেলার পথে মোট ৪টি ছক্কা মারেন। মার্করাম এক্ষেত্রে জিতে নেন ১ লক্ষ টাকা।
৪. অন-দ্য গো ফোরস অ্যাওয়ার্ড- সূর্যকুমার যাদব (১ লক্ষ টাকা)
মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব ম্যাচে দু'দলের সব ব্যাটারদের মধ্যে সব থেকে বেশি চার মারার সুবাদে অন-দ্য গো ফোরস অ্যাওয়ার্ড জিতে নেন। তিনি ৪৩ বলে ৬৭ রানের লড়াকু ইনিংস খেলার পথে মোট ৯টি চার মারেন। মার্শও ৯টি চার মেরেছেন, তবে তাঁর থেকে বেশি রান করেছেন সূর্য। এই পুরস্কারের জন্য সূর্যকুমার পকেটে পোরেন ১ লক্ষ টাকা।
৫. গ্রিন ডট বলস অফ দ্য ম্যাচ- হার্দিক পান্ডিয়া (১ লক্ষ টাকা)
মুম্বই দলনায়ক হার্দিক পান্ডিয়া ম্যাচে দু'দলের সব বোলারদের মধ্যে সব থেকে বেশি ডট বল করার সুবাদে গ্রিন ডট বলস অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন। তিনি ৪ ওভার বল করে ৩৬ রানের বিনিময়ে ৫টি উইকেট নেওয়ার পথে মোট ১০টি ডট বল করেন। হার্দিক পকেটে পোরেন ১ লক্ষ টাকা।
৬. প্লেয়ার অফ দ্য ম্যাচ- দিগ্বেশ রাঠি (১ লক্ষ টাকা)
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই ম্যাচে চমকপ্রদ বোলিং পারফর্ম্যান্স মেলে ধরেন লখনউ সুপার জায়ান্টসের দিগ্বেশ রাঠি। তিনি ৪ ওভার বল করে মাত্র ২১ রানের বিনিময়ে ১টি উইকেট তুলে নেন। সেই সুবাদে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন দিগ্বেশ। তিনি এক্ষেত্রে পকেটে পোরেন ১ লক্ষ টাকা।