IPL 2024 এর ১৯ তম ম্যাচটি জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে খেলা হয়েছে। এই ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ দিন বিরাট কোহলির সেঞ্চুরির সুবাদে এত বড় স্কোর করে আরসিবি। তবে শেষ পর্যন্ত ৬ উইকেটে এই ম্য়াচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। মাত্র ৫৮ বলে ১০০ করেন জোস বাটলার। শেষ বলে ছক্কা মেরে শতরান সম্পূর্ণ করেন তিনি। এরফলে ১৯.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান রয়্যালস। এই জয়ের ফলে কেকেআরকে টপকে টেবিলের শীর্ষে পৌঁছে যায় রাজস্থা রয়্যালস। এখনও অপরাজিত থাকল তারা।
আরও পড়ুন… IPL 2024 RR vs RCB: আইপিএল-এর ইতিহাসে যুগ্ম মন্থরতম সেঞ্চুরি, প্রবল সমালোচনার মুখে কোহলি
প্রথমে ব্যাট করতে এসে দারুণ শুরু করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপেনার ফ্যাফ ডু প্লেসি ও বিরাট কোহলি। পাওয়ারপ্লেতে আরসিবি ৫৩ রান তোলে। ১৩ ওভার পর্যন্ত কোনও উইকেট পড়তে দেননি দুজনে। ৩৩ বলে ৪৪ রান করে আউট হন ফ্যাফ ডু প্লেসি। এদিন আবারও ফ্লপ হন গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র এক রান করতে পারেন তিনি। অভিষেক ম্যাচ খেলতে আসা সৌরভ চৌহান করেন ৬ বলে ৯ রান।
আরও পড়ুন… I-League 2023-24 SLFC vs MSC: চ্যাম্পিয়ন মহমেডান! শিলংকে হারাল ২-১ গোলে
১১৩ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি। এদিন তিনি ৭২ বলের মোকাবেলা করেন এবং তার ইনিংসে ১২টি চার ও ৪টি ছক্কা মেরেছিলেন। পাঁচ রান করেন ক্যামেরন গ্রিন। এদিনের ম্যাচে রাজস্থানের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন যুজবেন্দ্র চাহাল। দুই উইকেট নেন তিনি। একটি উইকেট নেন নান্দ্রে বার্গার।
এই ম্যাচে ১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথম ওভারেই ধাক্কা খেয়েছিল রাজস্থান রয়্যালস। খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরেছেন ওপেনার যশস্বী জসওয়াল। পাওয়ারপ্লেতে রাজস্থান এক উইকেট হারিয়ে ৫৪ রান করে। এরপর সঞ্জু স্যামসন ও জোস বাটলারের মধ্যে ১৪০ রানের জুটি গড়ে ওঠে। রাজস্থানকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন তাঁরাই। ৪২ বলে ৮টি চার ও ২টি ছক্কা মেরে সিরাজের বলে যশ দয়ালের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান সঞ্জু। এরপরে রিয়ান পরাগ চার বলে চার রান করে আউট হন। ধ্রুব জুরেলও বড় ইনিংস কেলতে পারেননি। ৩ বলে ২ রান করে আউট হন তিনি। এরপরে শিমরন হেটমায়ের ও জোস বাটলার খেলা শেষ করেন ও ছয় উইকেটে ম্যাচটি জেতেন। এই ম্যাচে ৫৮ বলে ১০০ রান করেন জোস বাটলার। শিমরন করেন ৬ বলে ১১ রান।