আইপিএল শুরু হয়েছে ২০০৮ সালে, সেই সময় থেকে এখন পর্যন্ত মোট ১৭টা মরশুম খেলা হয়েছে। এই সময়ের মধ্যে অনেক ক্রিকেটার এসেছেন এবং চলে গিয়েছেন। অনেক তরুণ নিজেদের নাম তৈরি করেছেন আবার অনেক তারকা হারিয়ে গিয়েছেন। তবে এই ১৭টা মরশুম ধরে খেলে চলেছেন খুব কম কয়েকজন খেলোয়াড়। এই তালিকায় রয়েছে দীনেশ কার্তিকের নাম। কার্তিক ২০০৮ থেকে শুরু হওয়া IPL-এর সবকটি মরশুমে খেলেছেন।
দীনেশ কার্তিক বর্তমানে IPL 2024-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের অংশ। তবে এর আগে তিনি নিজের IPL কেরিয়ারে অন্যান্য ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন যার মধ্যে অন্যতম হল মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলেছেন।
আরও পড়ুন… CAB: সকলের অজান্তেই হয়ে গেল বড় ভুল! স্বার্থের সংঘাতে জড়িয়ে গেল বাংলা ক্রিকেটের চার কোচ
KKR নিয়ে কী বললেন দীনেশ কার্তিক?
ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেল সেগমেন্ট 'কুট্টি স্টোরিজ উইথ অ্যাশ'-এ দীনেশ কার্তিকের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছিলেন। কার্তিককে আইপিএল ২০০৮ নিলামে দিল্লি ক্যাপিটালস (তখন ডেয়ারডেভিলস) দ্বারা বাছাই করা হয়েছিল। কলকাতা নাইট রাইডার্সে খেলার সময়ে তাঁর কেমন অভিজ্ঞতা ছিল সেই বিষয়েও কথা বলেন দীনেশ কার্তিক। তিনি বলেন, ‘আমি যেই সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে খেলেছি তাদের মধ্যে অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি হল কলকাতা। দারুণ পেশাদার ফ্র্যাঞ্চাইজি। ওখানে আমার দারুণ সময় কেটেছে।’
বাংলা শেখা নিয়ে কী বললেন কার্তিক?
কলকাতার ক্রিকেট ভক্তদের নিয়ে কথা বলতে গিয়ে দীনেশ কার্তিক বলেন, ‘ওখানকার সমর্থকেরা দারুণ। তাঁরা খুব আবেগপ্রবণ হন, আমি যখন সেই সময়ে ভারতীয় দলে খেলছিলাম, তখন তারা বেশির ভাগই আমার সঙ্গে বাংলায় কথা বলছিলেন। সকলে বলেছিলেন তুমি বাংলাটা শিখে নাও। আর দলের কর্ণধার শাহরুখ খান তো খুবই ভালো।’ গম্ভীরকে নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার খুব ভালো লাগছে যে গম্ভীর নাইট রাইডার্সে দারুণ ভাবে দায়িত্ব পালন করছেন।’
২০০৮ নিলাম নিয়ে কী বললেন কার্তিক?
এই সময়ে কার্তিক প্রকাশ করেছিলেন যে তার একটি 'মূর্খ ধারণা' ছিল যে তাকে প্রথম আইপিএল নিলামে সিএসকে বাছাই করতে চলেছে। কার্তিক বলেন, ‘যখন নিলাম হচ্ছিল। আমি যাই বলি না কেন, এটা শিরোনাম হয়ে যায়। আমি ধরে নিয়েছিলাম চেন্নাই আমাকে বেছে নেবে কারণ আমি চেন্নাই থেকে এসেছি। আমি এই মূর্খ অনুমান করছিলাম।’
কার্তিক জানিয়েছিলেন যে আইপিএল ২০০৮-এর নিলাম যখন হচ্ছিল, তখন তিনি ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় ছিলেন এবং মেলবোর্নে নিলাম দেখেছিলেন। যাইহোক, যখন তিনি দেখেন যে সিএসকে নিলামে এমএস ধোনির জন্য গেছে, তখন তিনি জানতেন যে তিনি হলুদ ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারবেন না।