ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২০ জুন থেকে শুরু হতে চলেছে। এই সিরিজের আগে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে ভক্তিভাবনায় ডুবে থাকতে দেখা গেছে। ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর রবিবার তার পরিবারের সঙ্গে তিরুমালায় গিয়ে শ্রী বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রার্থনা করেন।
সম্প্রতি গম্ভীরকে তাঁর স্ত্রী নাতাশার সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে গণপতি বাপ্পার আশীর্বাদ নিতে দেখা গিয়েছিল। এখন গম্ভীরের আরও একটি ভিডিয়ো সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে তিনি তার পুরো পরিবারসহ অন্ধ্রপ্রদেশের তিরুপতির শ্রী বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে গেছেন। এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে।
বেঙ্কটেশ্বর মন্দিরে গৌতম গম্ভীরের উপস্থিতি
ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Team India Head Coach Gautam Gambhir) তার পরিবারসহ অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার শ্রী বেঙ্কটেশ্বর মন্দিরে উপস্থিত হয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে তিনি মন্দিরে গিয়ে পূজা-অর্চনা করেন। এই সময় তিনি সাদা রঙের কুর্তা পরেছিলেন। তিনি তার বড় মেয়ে আজীনের হাত ধরে হাঁটছিলেন। ছোট মেয়ে অনাইজা ও স্ত্রী নাতাশা জৈনও তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন … বিকেল ৩টায় বের হই আর ফিরি রাত ১টায়… আশিস নেহরার GT-র অনুশীলনকে ‘পাগলামি’ বললেন ইশান্ত শর্মা
মনে করা হচ্ছে যে আগামী মাসে ২০ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে গৌতম গম্ভীর দলের জয়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। এই সিরিজটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
তবে এই সিরিজে ভারতের দুই কিংবদন্তি খেলোয়াড় রোহিত শর্মা ও বিরাট কোহলিকে মাঠে দেখা যাবে না, কারণ তারা সম্প্রতি টেস্ট ফর্ম্যাট থেকে অবসরের ঘোষণা করেছিলেন। এখন গৌতম গম্ভীরের জন্য বড় চ্যালেঞ্জ হল ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক নির্বাচন করা।
আরও পড়ুন … আমরা ওদের পাব না… RR vs PBKS ম্যাচে বিদেশিদের নিয়ে মুখ খুললেন পন্টিংয়ের সহকারী
বর্তমানে অধিনায়কত্বের দৌড়ে শুভমন গিল ও জসপ্রীত বুমরাহর নাম সবচেয়ে এগিয়ে আছে। যদিও এখনও পর্যন্ত দল ঘোষণা করা হয়নি, তবে বিসিসিআই (BCCI) খুব শীঘ্রই স্কোয়াডের ঘোষণা করতে চলেছে বলে মনে করা হচ্ছে।
ক্রিকেট ফ্রন্টে, দীর্ঘ কয়েক মাসের সমালোচনার পর গম্ভীর মার্চ মাসে সাফল্যের স্বাদ পান, বিশেষ করে ভারতের টেস্ট পারফরম্যান্স নিয়ে হতাশার সময়ের পর। সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে গম্ভীরের কোচিংয়ে থাকা ভারতীয় দল দারুণ পারফরম্যান্সের মাধ্যমে অপরাজিত থেকে দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে।
আরও পড়ুন … কোকো গফকে হারিয়ে Italian Open জিতলেন পাওলিনি! ইতিহাসের গড়লেন ২৯ বছরের জ্যাসমিন
জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে ভারত ২০২৫-২৭ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) অভিযানের সূচনা করবে। এই গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সিরিজের আগে ভারত একে একে দুইটি বড় ধাক্কা খায়—রোহিত শর্মা ও বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর।
বিরাট কোহলি হঠাৎ অবসরের ঘোষণা দিয়ে ক্রিকেট দুনিয়াকে চমকে দেন। ৭ই মে রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। এখন দেখার এই সুপারস্টারকে ছাড়া কীভাবে ভারতীয় দলকে জয়ের ছন্দে ফেরান গৌতম গম্ভীর।