বাংলা নিউজ > ক্রিকেট > INDW vs SLW Live Match: ভারতকে ৮ উইকেটে হারিয়ে এশিয়া কাপে ইতিহাস গড়ল শ্রীলঙ্কা
INDW vs SLW Live Match: ভারতকে ৮ উইকেটে হারিয়ে এশিয়া কাপে ইতিহাস গড়ল শ্রীলঙ্কা
4 মিনিটে পড়ুন Updated: 28 Jul 2024, 06:13 PM IST লেখক Sanjib Halder
মহিলা এশিয়া কাপ T20 2024র ফাইনাল ম্যাচটি আজ রবিবার, ২৮ জুলাই ভারতীয় দল এবং শ্রীলঙ্কার মধ্যে খেলা হয়েছিল। ডাম্বুলায় অনুষ্ঠিত এই শিরোপা লড়াইয়ের ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারাল শ্রীলঙ্কা। প্রথমবার এশিয়ার চ্যাম্পিয়ন হল শ্রীলঙ্কা।
এশিয়া কাপে ইতিহাস গড়ল শ্রীলঙ্কা (ছবি-এক্স)
Women's Asia Cup 2024 Final LIVE match: প্রথমবার এশিয়ার চ্যাম্পিয়ন হল শ্রীলঙ্কা
28 Jul 2024, 06:13 PM IST
INDW vs SLW Live Score: ইতিহাস গড়ল শ্রীলঙ্কা
INDW vs SLW Live Score: শেষ পর্যন্ত ভারতকে আট উইকেটে হারাল শ্রীলঙ্কা। প্রথমবার এশিয়া কাপ জিতল শ্রীলঙ্কা।
28 Jul 2024, 06:09 PM IST
INDW vs SLW Live Score: ইতিহাস গড়ার সামনে শ্রীলঙ্কা
নতুন ইতিহাস লেখার সামনে দাঁড়িয়ে শ্রীলঙ্কা। ফাইনাল জয়ের দিকে এগিয়ে চলেছে সমরাবিক্রমে।
INDW vs SLW Live Score: ১৬ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১৩২/২
চার ওভারে শ্রীলঙ্কার দরকার ৩৪ রান। সমরাবিক্রমে পঞ্চাশের কাছে দাঁড়িয়ে। চাপে রয়েছে দুই দল।
28 Jul 2024, 05:52 PM IST
INDW vs SLW Live Score: জমে উঠেছে ফাইনাল
শেষ ৬ ওভারে শ্রীলঙ্কার দরকার ৫৩ রান। এই মুহূর্তে চামারির পরে সমরাবিক্রমে দারুণ ভাবে ইনিংসের হাল ধরেছেন। পঞ্চাশের পথে সমরাবিক্রমে।
28 Jul 2024, 05:42 PM IST
INDW vs SLW Live Score: আউট….
INDW vs SLW Live Score: ৪৩ বলে ৬১ রান করে আউট হলেন দীপ্তি শর্মা। দারুণ বলে বোল্ড করেন চামারি। ড্রাইভের বলকে সুইপ করতে গিয়ে বোল্ড হন চামারি। এই মুহূর্তে ম্যাচের ছবি বদলাতে পারে।
28 Jul 2024, 05:32 PM IST
INDW vs SLW Live Score: ১০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৮০/১
৩৪ বলে ৫১ রান করেছেন চামারি আতাপাত্তু। হর্ষিথা সমরাবিক্রমে ২৪ বলে ২৬ রান করেছেন। ৫১ বলে ৭৩ রানের পার্টনারশিপ করেছেন এই দুই ব্যাটার।
28 Jul 2024, 05:30 PM IST
INDW vs SLW Live Score: চামারির অর্ধশতরান
৩৪ বলে ৫১ রান তুলেছেন চামারি আতাপাত্তু। এই সময়ে তিনি সাতটি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন।
28 Jul 2024, 05:16 PM IST
INDW vs SLW Live Score: উঠেছে চামারির ঝড়
দুরন্ত ব্যাটিং করছেন শ্রীলঙ্কার ক্যাপ্টেন চামারি আতাপাত্তু। ২৫ বলে ৩৮ রান করেছেন তিনি। এই সয়ে তিনি পাঁচটি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছে। ৭ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৫৩/১ রান।
28 Jul 2024, 05:04 PM IST
INDW vs SLW Live Score: ৪ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২৩/১
চাপ বাড়ছে শ্রীলঙ্কার উপর। চামারি ১২ বলে ১৪ রানে খেললেও প্রয়োজনীয় রান রেট বেড়েই চলেছে।
28 Jul 2024, 04:53 PM IST
INDW vs SLW Live Score: আউটটটটট
শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন। ৩ বলে ১ রান করে সাজঘরে ফিরলেন ভিশমি করুণারত্নে। দলের সাত রানের মাথায় প্রথম উইকেটের পতন হয়েছে। রান আউট হলেন ভিশমি
28 Jul 2024, 04:39 PM IST
INDW vs SLW Live Score: ইতিহাসের সামনে দাঁড়িয়ে শ্রীলঙ্কা
যদি ভারতের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য শ্রীলঙ্কা তুলতে পারে তাহলেই ইতিহাস গড়বে চামিরা আতাপাত্তুরা। এখন দেখার ভারতীয় বোলাররা কী করেন?
28 Jul 2024, 04:38 PM IST
INDW vs SLW Live Score: ১৬৫ তুলল ভারত
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেট হারিয়ে ১৬৫ তুলল ভারত। প্রথমে স্মৃতির অর্ধশতরান ইনিংস পরে রিচার ঝোড়ো ইনিংসের ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলল ভারত।
28 Jul 2024, 04:35 PM IST
INDW vs SLW Live Score: আউট হলেন রিচা ঘোষ
INDW vs SLW Live Score: ঝোড়ো ইনিংস খেলে আউট হলেন রিচা ঘোষ।
28 Jul 2024, 04:25 PM IST
INDW vs SLW Live Score: ১৮ ওভারের পরে ভারতের স্কোর ১৪০/৫
রিচা ঘোষ ৫ বলে ৯ রান করে মাঠে খেলছেন ও পূজা চার বলে ৩ রান করে খেলছেন। এখন দেখার শেষ দুই ওভারে ভারতীয় দল কী করে?
28 Jul 2024, 04:20 PM IST
INDW vs SLW Live Score: আউট হলেন স্মৃতি
৪৭ বলে ৬০ রান করে সাজঘরে ফিরলেন স্মৃতি মন্ধনা। দিলহারির বলে চামিরার হাতে ক্যাচ দেন তিনি।
28 Jul 2024, 04:17 PM IST
INDW vs SLW Live Score: ভারতের চতুর্থ উইকেটের পতন
১৬ বলে ২৯ রান করে রান আউট হলেন জেমিমা। এখন মাঠে নামলেন রিচা ঘোষ।
28 Jul 2024, 04:15 PM IST
INDW vs SLW Live Score: ১৬ ওভারের পরে ভারতের স্কোর ১২৭/২
জেমিমা ও স্মৃতি ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখন দেখার শেষ চার ওভারে রান কত যায়।
28 Jul 2024, 04:09 PM IST
INDW vs SLW Live Score: ১০০ টপকাল ভারত
১৪ ওভারের শেষে ভারতের স্কোর ১০০ টপকাল। শেষ ৬ ওভারে কত করে সেটাই দেখার।
28 Jul 2024, 03:59 PM IST
INDW vs SLW Live Score: পঞ্চাশ করলেন স্মৃতি
৩৬ বলে ৫০ করলেন স্মৃতি মন্ধনা। ভারত তিন উইকেট হারালেও স্মৃতি একা লড়াই করে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
28 Jul 2024, 03:57 PM IST
INDW vs SLW Live Score: আউট হলেন হরমনপ্রীত
১১ বলে ১১ রান করে আউট হলেন হরমনপ্রীত। ১১.৬ ওভারে ৮৭ রানে তিন উইকেট হারাল ভারত।
28 Jul 2024, 03:48 PM IST
INDW vs SLW Live Score: ১০ ওভারের পরে ভারতের স্কোর ৬৮/২
দারুণ শুরু করেছে ভারতের মহিলা দল। শেফালি ও উমা আউট হলেও স্মৃতি দারুণ শুরু করেছেন। পরে হরমনপ্রীত ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
28 Jul 2024, 03:39 PM IST
INDW vs SLW Live Score: ভারতের দ্বিতীয় উইকেটের পতন
INDW vs SLW Live Score: চামারি আতাপাত্তুর বলে LBW আউট হলেন উমা ছেত্রি। ৮.১ ওভারে ৫৮ রানে দুই উইকেট হারাল ভারত।
28 Jul 2024, 03:29 PM IST
INDW vs SLW Live Score: আউট হলেন শেফালি
১৯ বলে ১৬ রান করে সাজঘরে ফিরলেন শেফালি বর্মা। কাভিশা দিলহারির বলে LBW আউট হন তিনি।
28 Jul 2024, 03:25 PM IST
INDW vs SLW Live Score: পাওয়ার প্লেতে ভারতের স্কোর ৪৪/০
পাওয়ার প্লেতে এগিয়ে ভারত। ৬ ওভারের শেষে ভারতের স্কোর ৪৪/০ রান। শেফালি ১৭ বলে ১৬ রান করলেন এবং ১৯ বলে ২৬ রান করেছেন স্মৃতি।
28 Jul 2024, 03:13 PM IST
INDW vs SLW Live Score: তিন ওভার ভারতের স্কোর ২০/০
তৃতীয় ওভারের শেষে ২০ রান তুলল ভারত। স্মৃতি ১০ বলে ১০ রান ও ৮ বলে ৯ রান করলেন।
28 Jul 2024, 03:05 PM IST
INDW vs SLW Live Score: প্রথম ওভার ভারতের স্কোর ৬/০
ইনোশির প্রথম ওভারে শেফালি পাঁচ রান নিলেন। এছাড়া একটি অতিরিক্ত রান পেয়েছে।
28 Jul 2024, 03:00 PM IST
INDW vs SLW Live Score: মাঠে নেমেছে ভারত
শুরু ফাইনাল ফাইট। স্মৃতি মন্ধনা ও শেফালি বর্মা ভারতের ইনিংসের শুরু করলে
28 Jul 2024, 02:47 PM IST
INDW vs SLW Live Score: দেখুন ভারতীয় দলের প্রথম একাদশ
ইন্ডিয়া উইমেন দলের প্লেয়িং ইলেভেনটা দেখে নিন: স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, উমা ছেত্রি, হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), জেমিমা রড্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, রাধা যাদব, তনুজা কানওয়ার, রেনুকা ঠাকুর সিং।
28 Jul 2024, 02:45 PM IST
INDW vs SLW Live Score: টস জিতল ভারত
ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নিয়েছে টিম ইন্ডিয়া। ভারত কোনও পরিবর্তন করেনি, অন্যদিকে শ্রীলঙ্কা দল একটি পরিবর্তন করেছে।
28 Jul 2024, 02:42 PM IST
INDW vs SLW Live Score: HT বাংলা লাইভ ব্লগে স্বাগত
২০২৪ সালের মহিলা এশিয়া কাপে ভারত ও শ্রীলঙ্কা এমন দুটি দল যাকে এখন পর্যন্ত কেউ হারাতে পারেনি। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ছাড়াও ভারত গ্রুপ পর্বে নেপাল ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে। এরপর সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়েছে টিম ইন্ডিয়া।