আইপিএলে দল না পাওয়া দুই তারকা চলতি মরশুমের শুরু থেকেই কাউন্টি মাতাচ্ছেন। সেই তালিকায় যোগ দিলেন ইন্ডিয়ান প্রিমিয়র লিগে উপেক্ষিত আরও এক ভারতীয় ক্রিকেটার। কাউন্টিতে আবির্ভাবেই ধুম মচালেন টিম ইন্ডিয়ার হয়ে ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সিদ্ধার্থ কৌল।
চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে মাঠে নামছেন চেতেশ্বর পূজারা। তিনি নিজের প্রথম তিনটি ম্যাচে একটি সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরি করেছেন। শুক্রবার গ্ল্যামারগনের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে ব্যাট করতে নেমে নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন চেতেশ্বর।
নর্দাম্পটনশায়ারের হয়ে মাঠে নামছেন টিম ইন্ডিয়ার হয়ে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করা করুণ নায়ার। তিনি প্রথম চারটি ম্যাচে মাঠে নেমে একটি হাফ-সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি করেছেন। এবার নায়ারের সতীর্থ হিসেবে নর্দাম্পটনশায়ারে যোগ দিলেন সিদ্ধার্থ কৌল। আবির্ভাব ইনিংসেই বল হাতে বাইশগজে আগুন ঝরালেন সিদ্ধার্থ।
ঘরের মাঠে নর্দাম্পটনশায়ার লড়াইয়ে নেমেছে গ্লস্টারশায়ারের বিরুদ্ধে। টস হেরে গ্লস্টারশায়ার শুরুতে ব্যাট করতে নামে। তারা তাদের প্রথম ইনিংসে ৪০৯ রান সংগ্রহ করে। ১১২ রানের অনবদ্য ইনিংস খেলেন মাইলস হ্যামন্ড। ৫৩ রান করেন ক্যামেরন ব্যানক্রফট।
নর্দাম্পটনশায়ারের হয়ে দুরন্ত বোলিং করেন সিদ্ধার্থ কৌল। তিনি প্রথম ইনিংসে ২৯ ওভার বল করে ৭টি মেডেন-সহ ৭৬ রানের বিনিময়ে ৫টি উইকেট নিয়েছেন। সুতরাং, কাউন্টি ক্রিকেটে আবির্ভাব ইনিংসেই ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন সিদ্ধার্থ। পঞ্জাবের সিদ্ধার্থ কৌল আউট করেছেন ব্যানক্রফট, অলিভার প্রাইস, জেমস ব্রেসি, জাফর গোহার ও জোশ শ-কে।
অন্যদিকে কার্ডিফে গ্ল্যামারগনের বিরুদ্ধে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সাসেক্স। তারা প্রথম দিনেই প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২৭৮ রানে। চেতেশ্বর পূজারা ৭টি বাউন্ডারির সাহায্যে ৭৭ বলে ৪১ রান করেন।
চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে চেতেশ্বর পূজারার ব্যক্তিগত পারফর্ম্যান্স:-
১. বনাম লেস্টারশায়ার- ৩৮ রান।
২. বনাম গ্লস্টারশায়ার- ৮৬ ও অপরাজিত ৪৪ রান।
৩. বনাম ডার্বিশায়ার- ১১৩ রান।
৪. বনাম গ্ল্যামারগন- ৪৪ রান।
চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে করুণ নায়ারের ব্যক্তিগত পারফর্ম্যান্স:-
১. বনাম সাসেক্স- ৫৭ ও ৩ রান।
২. বনাম মিডলসেক্স- ৪১ রান।
৩. বনাম গ্ল্যামারগন- অপরাজিত ২০২ রান।
৪. বনাম লেস্টারশায়ার- ১৮ রান।
চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত সিদ্ধার্থ কৌলের ব্যক্তিগত পারফর্ম্যান্স:-
১. বনাম গ্লস্টারশায়ার- ৭৬ রানে ৫ উইকেট।