৬৪ বছর পর ফের এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ভারতীয় ক্রিকেট। ১৯৫৯ সালের ২৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার পুরুষ দলের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জেতে ভারত। আজ সেই একই কাজ করে দেখালো ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা। রবিবার চোখের নিমেষে অস্ট্রেলিয়ার মহিলা দলকে গুঁড়িয়ে দিল হরমনপ্রীত কৌর ও তাঁর বাহিনী। এদিন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ভারতের নিয়ন্ত্রণে। ঐতিহাসিক মুহূর্তকে নিজেদের এক্স হ্যান্ডেলে শেয়ার করে আইপিএল দল দিল্লি ক্যাপিটালস এবং সেখানে ক্যাপশনে লেখা হয়, আজকের দিন চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ভারতের ক্রিকেটের ইতিহাসে।
রবিবার ওয়ানখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের চতুর্থ দিনের খেলা খেলতে নামে দুই দল। তবে শুরু থেকেই নড়বড়ে দেখায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের। ২৬১ রানে প্যাভিলিয়নে ফিরে যায় সকলে। অন্যদিকে, সম্পূর্ণ স্বাচ্ছন্দের সাথে ব্যাটিং করে ম্যাচ পকেটে তুলে নেয় ভারতীয় মহিলারা। ৮ উইকেটে জেতে তারা। এই জয়ের পর দিল্লি ক্যাপিটালস নিজেদের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেন একটি ছবি দেওয়া পোস্ট।
তাতে দেখানো হয়েছে ১৯৫৯ সালে ভারতীয় পুরুষ দলদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম জয় এবং তার নিচে ভারতীয় মহিলা দলের আজকের জয়। ক্যাপশনে দেওয়া, '২৪ ডিসেম্বর চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে। এই দিনটিকে মনে রাখবে সকলে।' এই পোস্ট ভাইরাল হওয়ার পরই ক্রিকেটপ্রেমীদের থেকে পড়তে শুরু করে বেশকিছু প্রশংসনীয় কমেন্টস। অধিকাংশই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ভারতীয় মহিলা দলকে।
উল্লেখ্য, চতুর্থ দিনে পাঁচ উইকেটে ২৩৩ রান নিয়ে খেলতে নামে অস্ট্রেলিয়া। তবে বেশিক্ষণ টিকতে পারেনি তারা। ভারতীয় বোলারদের দাপটে দ্রুত অলআউট হয়ে ফিরে যায় সকলে। ২৬১ রানের শেষ হয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। সর্বোচ্চ ৭৩ রানের একটি মারকুটে ইনিংস খেলেন ম্যাকগ্রা। এছাড়া এলিস পেরি করেন ৪৫। ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় ইনিংসের শেষে সর্বোচ্চ চারটি উইকেট পান স্নেহ রানা। এছাড়া দুটি করে উইকেট তোলেন রাজেশ্বরী ও হরমনপ্রীত এবং একটি উইকেট নেন পূজা বস্ত্রকার। জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্যমাত্রা ছিল ৭৫ রান। সেই রান তাড়া করতে নেমে তারা হারায় দুটি উইকেট। ১৯ ওভারের রান তুলে নেয় তারা। ম্যাচের সেরা পুরস্কার পান স্নেহ রানা।