বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG 5th Test: ধরমশালায় ইনিংসে হার ইংল্যান্ডের, ৪-১ সিরিজ জয় টিম ইন্ডিয়ার

IND vs ENG 5th Test: ধরমশালায় ইনিংসে হার ইংল্যান্ডের, ৪-১ সিরিজ জয় টিম ইন্ডিয়ার

ট্রফি নিয়ে ভারতীয় দল। ছবি- রয়টার্স।

India vs England 5th Test In Dharamsala: ধরমশালায় কুলদীপ যাদবকে সাজঘরে ফিরিয়ে টেস্ট কেরিয়ারে ৭০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন জেমস অ্যান্ডারসন। কেরিয়ারের শততম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট দখল করেন রবিচন্দ্রন অশ্বিন।

ধরমশালা টেস্টের প্রথম দু'দিনে একতরফা দাপট দেখায় টিম ইন্ডিয়া। সিরিজের শেষ টেস্টের শুরু থেকেই বেকায়দায় ছিল ইংল্যান্ড। তৃতীয় দিনের শুরুতে পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে ছিল, ব্রিটিশদের পক্ষে ঘুরে দাঁড়ানো নিতান্ত কঠিন দেখাচ্ছিল। হায়দরাবাদের প্রথম টেস্টে ভারতের ১৯০ রানের লিড টপকে জয়ের রসদ জোগাড় করে নিয়েছিল ইংল্যান্ড। তবে ধরমশালায় ভারত আরও বড় রানের বোঝা চাপিয়ে দেয় স্টোকসদের ঘাড়ে। রোহিতদের সামনে চ্যালেঞ্জিং টার্গেট ঝুলিয়ে দেওয়া তো দূরের কথা, ইংল্যান্ডের পক্ষে ভারতের লিডের পাহাড় টপকানোই সম্ভব হয়নি। শেষমেশ তৃতীয় দিনের চায়ের বিরতির আগেই পঞ্চম টেস্টে হেরে বসেন বেন স্টোকসরা।

09 Mar 2024, 02:47:44 PM IST

IND vs ENG 5th Test LIVE: সিরিজ সেরা যশস্বী

৫ ম্যাচের সিরিজে সব থেকে বেশি ৭১২ রান সংগ্রহ করেন যশস্বী জসওয়াল। তিনি ২টি ডাবল সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করেন। সঙ্গত কারণেই সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন জসওয়াল।

09 Mar 2024, 02:44:48 PM IST

IND vs ENG 5th Test LIVE: ম্যাচের সেরা কুলদীপ

প্রথম ইনিংসে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ২টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৩০ রানের কার্যকরী অবদান রাখেন কুলদীপ যাদব। দুই শতরানকারী রোহিত-গিল এবং দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেওয়া অশ্বিনকে টপকে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন কুলদীপ যাদব।

09 Mar 2024, 02:20:34 PM IST

IND vs ENG 5th Test LIVE: ৪-১ ব্যবধানে সিরিজ জয় ভারতের

হায়দরাবাদের প্রথম টেস্টে ২৮ রানে জয় তুলে নেয় ইংল্যান্ড এবং সেই সুবাদে সিরিজে লিড নেয় তারা। বিশাখাপত্তনমের দ্বিতীয় টেস্ট ১০৬ রানে জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। পরে রাজকোটের তৃতীয় টেস্ট ৪৩৪ রানের রেকর্ড ব্যবধানে জিতে ৫ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে যায় টিম ইন্ডিয়া। রাঁচির চতুর্থ টেস্ট ৫ উইকেটে জিতে ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া। এবার ধরমশালার পঞ্চম টেস্ট এক ইনিংস ও ৬৪ রানের ব্যবধানে জিতে সিরিজ জয়ের ব্যবধানে বাড়িয়ে ৪-১ করে ভারত।

09 Mar 2024, 02:02:25 PM IST

IND vs ENG 5th Test LIVE: ইনিংসে হার ইংল্যান্ডের

৪৮.১ ওভারে কুলদীপ যাদবের বলে জসপ্রীত বুমরাহর হাতে ধরা পড়েন জো রুট। ১২৮ বলে ৮৪ রান করেন তিনি। মারেন ১২টি চার। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৯৫ রানে অল-আউট হয়। তারা এক ইনিংস ও ৬৪ রানের ব্যবধানে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট হেরে বসে। কুলদীপ ৪০ রানে ২টি উইকেট নেন। ৭৭ রানে ৫ উইকেট নেন অশ্বিন। ৩৮ রানে ২টি উইকেট নেন বুমরাহ। ২৫ রানে ১টি উইকেট নেন জাদেজা।

09 Mar 2024, 01:53:00 PM IST

IND vs ENG 5th Test LIVE: বশিরকে ফেরালেন জাদেজা

৪৫.৫ ওভারে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শোয়েব বশির। ২৯ বলে ১৩ রান করেন তিনি। মারেন ৩টি চার। ইংল্যান্ড ১৮৯ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেমস অ্যান্ডারসন।

09 Mar 2024, 01:43:42 PM IST

IND vs ENG 5th Test LIVE: লড়াই জারি জো রুটের

৪৪ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটে ১৮৩ রান। ১১২ বলে ৭২ রান করেছেন জো রুট। মেরেছেন ১০টি চার। ২৫ বলে ১৩ রান করেছেন শোয়েব বশির। তিনি ৩টি চার মেরেছেন। ইংল্যান্ড এখনও পিছিয়ে ৭৬ রানে।

09 Mar 2024, 01:31:04 PM IST

IND vs ENG 5th Test LIVE: এখনও ৯২ রানে পিছিয়ে ইংল্যান্ড

৪০ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটে ১৬৭ রান। সুতরাং, ইনিংস হার এড়াতে তাদের দরকার এখনও ৯২ রান। জো রুট ৬০ রানে ব্যাট করছেন। তিনি ৭টি চার মেরেছেন। ২টি বাউন্ডারির সাহায্যে ৯ রান করেছেন শোয়েব বশির।

09 Mar 2024, 01:10:03 PM IST

IND vs ENG 5th Test LIVE: হাফ-সেঞ্চুরি রুটের

৫টি বাউন্ডারির সাহায্যে ৮৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জো রুট। ৩৭ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটে ১৫৭ রান। রুট ৫৫ রানে ব্যাট করছেন। ইনিংস হার এড়াতে এখনও ১০২ রান দরকার ইংল্যান্ডের।

09 Mar 2024, 01:00:26 PM IST

IND vs ENG 5th Test LIVE: উডকে ফেরালেন বুমরাহ

একই ওভারে টম হার্টলি ও মার্ক উডের উইকেট তুলে নিলেন জসপ্রীত বুমরাহ। ৩৪.৪ ওভারে বুমরাহর বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েম উড। রিভিউ নিয়েও কোনও লাভ হয়নি। ২ বল খেলে খাতা খুলতে পারেননি উড। দ্বিতীয় ইনিংসে ১৪১ রানে ৮ উইকেট হারায় ইংল্যান্ড। ব্যাট করতে নামেন শোয়েব বশির। ইনিংস হার এড়াতে এখনও ১১৮ রান দরকার ইংল্যান্ডের।

09 Mar 2024, 12:56:00 PM IST

IND vs ENG 5th Test LIVE: হার্টলিকে ফেরালেন বুমরাহ

৩৪.২ ওভারে জসপ্রীত বুমরাহর বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন টম হার্টলি। ২৪ বলে ২০ রান করেন তিনি। মারেন ৪টি চার। দ্বিতীয় ইনিংসে ১৪১ রানে ৭ উইকেট হারায় ইংল্যান্ড। ব্যাট করতে নামেন মার্ক উড।

09 Mar 2024, 12:45:34 PM IST

IND vs ENG 5th Test LIVE: এখনও ১২৫ রানে পিছিয়ে ইংল্যান্ড

৩২ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১৩৪ রান। সুতরাং, ইনিংস হার এড়াতে এখনও ১২৫ রান দরকার ইংল্যান্ডের। জো রুট ৪২ রানে ব্যাট করছেন। ৭৫ বলের ইনিংসে তিনি ৪টি চার মেরেছেন। ১৫ বলে ১৫ রান করেছেন টম হার্টলি। তিনি ৩টি চার মেরেছেন।

09 Mar 2024, 12:27:09 PM IST

IND vs ENG 5th Test LIVE: অশ্বিনের পঞ্চম শিকার ফোকস

কেরিয়ারের শততম টেস্টর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ২৬.৪ ওভারে অশ্বিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন বেন ফোকস। ১৭ বলে ৮ রান করেন তিনি। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১১৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টম হার্টলি। আরও পড়ুন:- Ashwin Breaks Kumble's Record: শততম টেস্টে ‘৫ উইকেট’ নিয়ে কুম্বলের রেকর্ড ছিনিয়ে নিলেন অশ্বিন, সামনে কেবল মুরলি-ওয়ার্ন

09 Mar 2024, 12:24:19 PM IST

IND vs ENG 5th Test LIVE: ইংল্যান্ডের ভরসা এখন জো রুট

২৬ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১১৩ রান। জো রুট ৩৬ রানে ব্যাট করছেন। ৮ রান করেছেন বেন ফোকস। ইংল্যান্ড এখনও পিছিয়ে রয়েছে ১৪৬ রানে।

09 Mar 2024, 12:13:08 PM IST

IND vs ENG 5th Test LIVE: লাঞ্চের পরে দ্বিতীয় সেশনের খেলা শুরু

লাঞ্চের পরে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু। জে রুটের সঙ্গে ব্যাট হাতে মাঠে নামেন বেন ফোকস। অশ্বিনের ভাঙা ওভারের শেষ বলে কোনও রান সংগ্রহ করেননি ফোকস। ২৩ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১০৩ রান।

09 Mar 2024, 11:33:59 AM IST

IND vs ENG 5th Test LIVE: অশ্বিনের চতুর্থ শিকার স্টোকস, লাঞ্চের বিরতি

২২.৫ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন বেন স্টোকস। ১০ বলে ২ রান করেন তিনি। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১০৩ রানে ৫ উইকেট হারায়। ব্রিটিশ দলনায়র সাজঘরে ফেরা মাত্রই তৃতীয় দিনের লাঞ্চের বিরতি ঘোষণা করা হয়। ইনিংস হার এড়াতে ইংল্যান্ডের দরকার এখনও ১৫৬ রান। জো রুট ব্যাট করছেন ৩৪ রানে। ৫২ বলের ইনিংসে তিনি ৪টি চার মেরেছেন। অশ্বিন ৫৫ রানে ৪ উইকেট নিয়েছেন। ৯ রানে ১টি উইকেট নিয়েছেন কুলদীপ। আরও পড়ুন:- Ashwin vs Stokes: বারবার ১৭ বার, ফের স্টোকসকে জালে জড়িয়ে কপিল দেবের জোড়া রেকর্ড ভাঙলেন অশ্বিন

09 Mar 2024, 11:26:32 AM IST

IND vs ENG 5th Test LIVE: ১০০ টপকাল ইংল্যান্ড

দ্বিতীয় ইনিংসে ২১তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ইংল্যান্ড। তাদের স্কোর ৪ উইকেটে ১০১ রান। জো রুট ৩২ রানে ব্যাট করছেন। ২ রান করেছেন বেন স্টোকস।

09 Mar 2024, 11:15:05 AM IST

IND vs ENG 5th Test LIVE: কুলদীপের শিকার বেয়ারস্টো

১৭.৪ ওভারে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন জনি বেয়ারস্টো। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। আম্পায়ার্স কলে সাজঘরে ফিরতে হয় কেরিয়ারের ১০০তম টেস্টে মাঠে নামা বেয়ারস্টোকে। তিনি ৩১ বলে ৩৯ রান করেন। মারেন ৩টি চার ও ৩টি ছক্কা। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৯২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যাপ্টেন বেন স্টোকস।

09 Mar 2024, 11:03:11 AM IST

IND vs ENG 5th Test LIVE: ব্যাট চালাচ্ছেন রুট-বেয়ারস্টো

১৪তম ওভারে অশ্বিনের বলে পরপর ২টি ছক্কা মারেন জনি বেয়ারস্টো। ১৫তম ওভারে জাদেজার বলে ১টি চার মারেন জো রুট। ১৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৭৬ রান। বেয়ারস্টো ২৬ রানে ব্যাট করছেন। ২২ রান করেছেন জো রুট।

09 Mar 2024, 10:52:54 AM IST

IND vs ENG 5th Test LIVE: ৫০ টপকাল ইংল্যান্ড

১২তম ওভারে দ্বিতীয় ইনিংসে ৫০ রানের গণ্ডি টপকায় ইংল্যান্ড। ১২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৫২ রান। জো রুট ১৩ রান করেছেন। ১৭ বলের ইনিংসে তিনি ২টি চার মেরেছেন। ১১ বলে ১১ রান করেছেন জনি বেয়ারস্টো। তিনিও ২টি চার মেরেছেন। অশ্বিন ৬ ওভারে ২৮ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন।

09 Mar 2024, 10:42:43 AM IST

IND vs ENG 5th Test LIVE: অশ্বিনের তৃতীয় শিকার পোপ

ইংল্যান্ডের টপ অর্ডারে ধস নামালেন রবিচন্দ্রন অশ্বিন। ৯.২ ওভারে অশ্বিনের বলে যশস্বী জসওয়ালের হাতে ধরা পড়েন ওলি পোপ। ২৩ বলে ১৯ রান করেন তিনি। মারেন ৩টি চার। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জনি বেয়ারস্টো।

09 Mar 2024, 10:26:16 AM IST

IND vs ENG 5th Test LIVE: অশ্বিনের দ্বিতীয় শিকার ক্রলি

ইংল্যান্ডের দুই ওপেনারকে সাজঘরে ফেরালেন রবিচন্দ্রন অশ্বিন। ৫.৩ ওভারে অশ্বিনের বলে সরফরাজ খানের হাতে ধরা পড়েন জ্যাক ক্রলি। ১৬ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে দলগত ২১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জো রুট।

09 Mar 2024, 10:09:26 AM IST

IND vs ENG 5th Test LIVE: শুরুতেই ডাকেটকে ফেরালেন অশ্বিন

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার বেন ডাকেটের উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। ১.৫ ওভারে অশ্বিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ডাকেট। ৫ বলে ২ রান করেন তিনি। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওলি পোপ।

09 Mar 2024, 09:50:47 AM IST

IND vs ENG 5th Test LIVE: বশিরের ৫ উইকেট, অল-আউট ভারত

১২৪.১ ওভারে শোয়েব বশিরের বলে জসপ্রীত বুমরাহকে স্টাম্প আউট করেন বেন ফোকস। ৬৪ বলে ২০ রান করেন বুমরাহ। মারেন ২টি চার। ভারত প্রথম ইনিংসে ৪৭৭ রানে অল-আউট হয়। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ২৫৯ রানের লিড নেয় টিম ইন্ডিয়া। শোয়েব বশির ১৭৩ রানে ৫ উইকেট নেন। অ্যান্ডারসন ৬০ রানে ২টি উইকেট দখল করেন।

09 Mar 2024, 09:44:27 AM IST

IND vs ENG 5th Test LIVE: কুলদীপকে ফিরিয়ে ৭০০ উইকেট অ্যান্ডারসনের

১২৩.৪ ওভারে অ্যান্ডারসনের বলে বেন ফোকসের দস্তানায় ধরা পড়েন কুলদীপ যাদব। ৬৯ বলে ৩০ রান করেন তিনি। মারেন ২টি চার। ভারত ৪৭৭ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ সিরাজ। কুলদীপকে ফিরিয়ে টেস্ট কেরিয়ারে ৭০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন অ্যান্ডারসন। আরও পড়ুন:- Anderson's 700 Test Wickets: ইতিহাস গড়লেন অ্যান্ডারসন, বিশ্বের প্রথম পেসার হিসেবে ৭০০ টেস্ট উইকেটের শিখরে জিমি

09 Mar 2024, 09:32:53 AM IST

IND vs ENG 5th Test LIVE: তৃতীয় দিনের খেলা শুরু

ধরমশালা টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু। ব্যাট হাতে মাঠে নামেন গতদিনের দুই অপরাজিত ব্যাটার কুলদীপ যাদব ও জসপ্রীত বুমরাহ। বোলিং শুরু করেন শোয়েব বশির। প্রথম বলেই ১ রান নিয়ে স্কোরবোর্ড চালু করেন বুমরাহ। পঞ্চম বলে ১ রান নেন কুলদীপ। দিনের প্রথম ওভারে ২ রান ওঠে। ১২১ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৮ উইকেটে ৪৭৫ রান। কুলদীপ ২৮ ও বুমরাহ ২০ রানে ব্যাট করছেন।

09 Mar 2024, 09:24:34 AM IST

IND vs ENG 5th Test LIVE: দ্বিতীয় দিনের স্কোর

দ্বিতীয় দিনে পুরো সময়টায় ভারত তাদের প্রথম ইনিংসের লড়াই জারি রাখে। দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার স্কোর ৮ উইকেটে ৪৭৩ রান। অর্থাৎ, টিম ইন্ডিয়ার লিড দাঁড়ায় ২৫৫ রানের। যশস্বী জসওয়াল ৫৭ রানে আউট হন। রোহিত শর্মা করেন ১০৩ রান। শুভমন গিল সাজঘরে ফেরেন ১১০ রানে। অভিষেককারী দেবদূত পাডিক্কাল করেন ৬৫ রান। সরফরাজ খান ৫৬ রান করে মাঠ ছাড়েন। রবীন্দ্র জাদেজা ও ধ্রুব জুরেল উভয়েই ব্যক্তিগত ১৫ রানের মাথায় আউট হন। খাতা খুলতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন। কুলদীপ যাদব ২৭ ও জসপ্রীত বুমরাহ ১৯ রানে অপরাজিত থাকেন। ১৭০ রানে ৪ উইকেট নিয়েছেন শোয়েব বশির। ১২৬ রানে ২টি উইকেট নিয়েছেন টম হার্টলি।

09 Mar 2024, 09:24:34 AM IST

IND vs ENG 5th Test LIVE: প্রথম দিনের স্কোর

ধরমশালার পঞ্চম টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা প্রথম দিনেই নিজেদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২১৮ রানে। ইংল্যান্ড ব্যাট করে সাকুল্যে ৫৭.৪ ওভার। জ্যাক ক্রলি ৭৯ রান করেন। কুলদীপ যাদব ৫টি ও রবিচন্দ্রন অশ্বিন ৪টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে ভারত প্রথম দিনের খেলা শেষ করে তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তুলে। টিম ইন্ডিয়া সাকুল্যে ৩০ ওভার ব্যাট করে। ৫৭ রান করে আউট হন যশস্বী জসওয়াল। ৫২ রানে নট-আউট থাকেন রোহিত শর্মা। ২৬ রানে অপরাজিত থাকেন শুভমন গিল। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ইংল্যান্ডের থেকে ৮৩ রানে পিছিয়ে থাকে ভারত।

ক্রিকেট খবর

Latest News

TRP-তে গো হারা কথা-পরিণীতা! কে হল বেঙ্গল টপার, স্লট পেলেও নম্বর কমল জগদ্ধাত্রীর ২২ এপ্রিলের জবাব ২২ মিনিটে, সিঁদুর যখন বারুদে পরিণত হয়…, পাকিস্তানকে তোপ মোদীর কানে চোখ ধাঁধানো সাজ ঐশ্বর্য, গলার রুবির নেকলেসের আসল রহস্য জানেন? ১০০ কোটির নীচে কথা নেই! ইউরোপা লিগের ফাইনালে ম্যান ইউকে হারিয়ে কত পেল টটেনহ্যাম? দিনে কত চামচ চিনি খেতে পারেন একজন? কতটা খেয়েও ঠিক রাখা যায় ওজন? মেয়েকে দিয়ে প্রেমিকের সঙ্গে এই খারাপ কাজটা করতে গিয়েছিলেন মা, হাতেনাতে ধরল পুলিশ যুদ্ধবিরতির পরেই রাজস্থানে প্রধানমন্ত্রী! বাংলার প্রথম অমৃত ভারত স্টেশন উদ্বোধন রাজীব গান্ধীর প্রয়াণ দিবসে রাজ্যজুড়ে অমিত মালব্যের বিরুদ্ধে FIR কংগ্রেসের! কেন? ২ ইজরায়েলি দূতাবাস কর্মীকে খুন করে প্যালেস্টাইন নিয়ে স্লোগান, কে এই মার্কিনি? অভিষেক পোড়েলের আউট হওয়া নিয়ে বিতর্ক! বিশ্বাসই করতে পারলেন না DC- ক্রিকেটাররা

Latest cricket News in Bangla

অভিষেক পোড়েলের আউট হওয়া নিয়ে বিতর্ক! বিশ্বাসই করতে পারলেন না DC- ক্রিকেটাররা IPL-এ বিধিভঙ্গ! প্লে অফ হাতছাড়া হওয়ার দিনই জরিমানার মুখে DC-র তারকা পেসার সহজ ক্যাচ মিস, নিজেই লজ্জায় পড়লেন রোহিত, তার পর মাঠ ছেড়েও বেরিয়ে গেলেন- ভিডিয়ো 'দুধেভাতে' ভেবে মাঝপথে ম্যাচ বাড়িয়েছিল, সেই UAE-র কাছেই T20 সিরিজ হারল বাংলাদেশ পাকিস্তানে যাবেন না বাংলাদেশের পেসার নাহিদ রানা সহ দলের তিন সদস্য! কী বলছে BCB? সূর্যের ৭৩ রান, বুমরাহ-স্যান্টনারের দুরন্ত বোলিং, DC-কে হারিয়ে প্লে-অফে MI DC-কে হারিয়ে IPL-এর প্লে-অফ নিশ্চিত MI-এর, এখন শুধু ফার্স্ট, সেকেন্ড হওয়ার লড়াই স্টার্লিংয়ের ১০,০০০ রান, বালবার্নিয়ের ১১২ রান, WI-কে ১২৪ রানে হারাল আয়ারল্যান্ড কখনও ভারতীয় দলকে হালকাভাবে নেবেন না… রো-কো বিহীন ভারতকেই ভয় পাচ্ছেন বেন স্টোকস! ইংল্যান্ড লায়ন্স টিম ঘোষণা, সুযোগ পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ২২ গজের শত্রুর ছেলে

IPL 2025 News in Bangla

অভিষেক পোড়েলের আউট হওয়া নিয়ে বিতর্ক! বিশ্বাসই করতে পারলেন না DC- ক্রিকেটাররা IPL-এ বিধিভঙ্গ! প্লে অফ হাতছাড়া হওয়ার দিনই জরিমানার মুখে DC-র তারকা পেসার সহজ ক্যাচ মিস, নিজেই লজ্জায় পড়লেন রোহিত, তার পর মাঠ ছেড়েও বেরিয়ে গেলেন- ভিডিয়ো সূর্যের ৭৩ রান, বুমরাহ-স্যান্টনারের দুরন্ত বোলিং, DC-কে হারিয়ে প্লে-অফে MI DC-কে হারিয়ে IPL-এর প্লে-অফ নিশ্চিত MI-এর, এখন শুধু ফার্স্ট, সেকেন্ড হওয়ার লড়াই পাঁচ বছর ধরে বয়ে বেড়াচ্ছেন চোট, এবার IPL-এর পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত রোহিতের ব্যাট করবে নাকি বল? টসের পরে ফ্যাফকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করতেই ভুললেন শাস্ত্রী! বৈভবের এক রানের মূল্য ৬৫,২৭৭ হাজার টাকা, IPL 2025-এ ঠিক কত আয় করল ১৪ বছরের কিশোর ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা! আঙুলে চোট, ENG vs WI ODI সিরিজে নেই জোফ্রা আর্চার MI-এর বিরুদ্ধে খেলছেন না DC অধিনায়ক অক্ষর, নেতৃত্বের দায়িত্বে ফ্যাফ, হঠাৎ কী হল?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.