ভারতীয় দলে ফিরে নিজের সেরাটা দিচ্ছেন বরুণ চক্রবর্তী। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট শিকার করে বরুণ দ্বিতীয়বার পাঁচ উইকেট নিলেন। ভারতীয় দলে প্রত্যাবর্তনের পর বরুণ চক্রবর্তী দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন। জানুয়ারি ২৮, মঙ্গলবার রাজকোটে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে তিনি তার দ্বিতীয় ৫ উইকেট শিকার করলেন।
টি টোয়েন্টিতে ভারতীয় দলের হয়ে দ্বিতীয়বার পাঁচ উইকেট শিকার করা বোলার হয়েছেন বরুণ চক্রবর্তী। এই কৃতিত্ব অর্জন করা তিনি তৃতীয় ভারতীয় বোলার।এর আগে এমনটা করেছিলেন কুলদীপ যাদব এবং ভুবনেশ্বর কুমার। এবার কুলদীপ ও ভুবির সঙ্গে এলিট তালিকায় নাম লেখালেন বরুণ চক্রবর্তী।
আরও পড়ুন… ভিডিয়ো: সঞ্জুর মধ্যে যেন ধোনির ছোঁয়া! বাটলারকে সাজঘরে ফেরাল স্যামসনের বুদ্ধি
ভারতের হয়ে একাধিকবার ৫ উইকেট শিকারি বোলাররা হলেন-
১) ভুবনেশ্বর কুমার
৫/২৪ বনাম দক্ষিণ আফ্রিকা, জোহানেসবার্গ, ২০১৮
৫/৪ বনাম আফগানিস্তান, দুবাই, ২০২২
২) কুলদীপ যাদব
৫/২৪ বনাম ইংল্যান্ড, ম্যাঞ্চেস্টার, ২০১৮
৫/১৭ বনাম দক্ষিণ আফ্রিকা, জোহানেসবার্গ, ২০২৩
৩) বরুণ চক্রবর্তী
৫/১৭ বনাম দক্ষিণ আফ্রিকা, গ্কুয়েবারহা, ২০২৪
৫/২৪ বনাম ইংল্যান্ড, রাজকোট, ২০২৫
আরও পড়ুন… দিল্লিওয়ালে হও, দম দেখাও: ম্যাচে নামার আগেই দলের তরুণদের নিজের স্টাইলে তাতালেন বিরাট কোহলি
রাজকোটে বরুণের শিকার ইংল্যান্ডের পাঁচ ব্যাটার:
১) জোস বাটলার, ২) জেমি স্মিথ, ৩) জেমি ওভারটন, ৪) ব্রায়ডন কার্স, ৫) জোফ্রা আর্চার
কীভাবে ছুঁলেন ৫ উইকেটের মাইলফলক?
পাওয়ারপ্লের শেষ দিকে বল করতে এসে বেন ডাকেটকে নিয়ন্ত্রণ করেন বরুণ চক্রবর্তী। জোস বাটলারকে দুর্দান্ত এক ডেলিভারিতে আউট করেন, তবে মূল কৃতিত্ব সঞ্জু স্যামসনের ছিল। সঞ্জুর রিভিউ নেওয়ার পরামর্শ দেন এবং ম্যাচে প্রথম উইকেট শিকার করেন বরুণ চক্রবর্তী।
এরপর জেমি স্মিথকে আউট করার মাধ্যমে প্রতিশোধ নেন বরুণ। কারণ স্মিথ আগের বলে ছক্কা মেরেছিলেন তাঁকে। পরের বলেই ওভারটনকে বোল্ড করে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন বরুণ চক্রবর্তী। শেষ ওভারে ব্রায়ডন কার্স এবং জোফ্রা আর্চারকে আউট করে ৫ উইকেটের স্পেল সম্পন্ন করেন বরুণ চক্রবর্তী। নিজের ৪ ওভারের স্পেলে ২৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন বরুণ চক্রবর্তী।
আরও পড়ুন… ফের ICC মহিলা চ্যাম্পিয়নশিপ জিতল অস্ট্রেলিয়া, অ্যালিসা হিলির নজর এখন বিশ্বকাপের দিকে
ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী-
বরুণ চক্রবর্তী এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে তার প্রথম ৫ উইকেট নিয়েছিলেন এবং পুরো সিরিজ জুড়েই দুর্দান্ত পারফর্ম করেছিলেন। প্রথম ম্যাচে ৩ উইকেট ও চেন্নাইয়ের ম্যাচে ২ উইকেট নেওয়ার পর রাজকোটে আরও বিধ্বংসী হয়ে ওঠেন বরুণ চক্রবর্তী। ভারতীয় ক্রিকেটে আরেকটি রহস্যময় স্পিনারের স্বর্ণযুগ শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিন ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী। আসলে ভারত ও ইংল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১০ উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হয়েছেন বরুণ চক্রবর্তী।