ক্রিকেটের মাঠে সাম্প্রতিক সময়ে কাউকে শূন্যে উড়ে ক্যাচ ধরতে বা শরীর ছুঁড়ে বল ধরতে দেখলেই তুলনা করা হয় জন্টি রোডসের সঙ্গে। শুক্রবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ঘোরাফেরা করছে, যেখানে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় এক ক্রিকেটারকে ঈগলের মতো ছোঁ-মেরে বল ধরতে দেখা যাচ্ছে।
এমন ভিডিয়ো দেখার পরে মনে হওয়া স্বাভাবিক যে, পুরো জন্টির মতো ফিল্ডিং করলেন সংশ্লিষ্ট ফিল্ডার। তবে ভিডিয়োর ক্যাপশন দেখলে ভুল ভাঙবে মুহূর্তে এবং জন্টির সম্মোহন আরও বাড়বে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কেননা জন্টির মতো নন, ইনি জন্টি রোডসই। ৫৫ বছর বয়সেও যেভাবে শূন্যে উড়ে বল ধরলেন, তাতে লজ্জা পাবেন তরুণ ক্রিকেটাররাও।
শুক্রবার ভদোদরার বিসিএ স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের ম্যাচ ছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। সেই ম্যাচেই দক্ষিণ আফ্রিকা মাস্টার্সের হয়ে মাঠে নামেন জন্টি রোডস। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের ১৮.৩ ওভারে শাবালালার বল লং অনে তুলে মারেন শেন ওয়াটসন। যদিও বল অনেক উঁচুতে ওঠেনি। বরং জোরালো শটে বল মাঠের সমান্তরালে তিরের বেগে ভেসে যায়।
মাঠে একবার ড্রপ খেয়েই বাউন্ডারির বাইরে যাচ্ছিল বল। তবে জন্টি রোডস শূন্যে শরীর ছুঁড়ে দেন। তিনি ঈগলের মতো ছোঁ-মেরে বল ধরে নেন। চার রান পাওয়ার বদলে ওয়াটসনকে সে যাত্রায় ১ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।
অস্ট্রেলিয়া মাস্টার্স বনাম সাউথ আফ্রিকা মাস্টার্স ম্যাচের ফলাফল
ম্যাচে যদিও অস্ট্রেলিয়া মাস্টার্সের কাছে একতরফাভাবে হারতে হয় দক্ষিণ আফ্রিকা মাস্টার্সকে। অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ১ উইকেটের বিনিময়ে ২৬০ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ওপেন করতে নেমে ধ্বংসাত্মক শতরান করেন ওয়াটসন। ৬১ বলে ১২২ রানের মারকাটারি ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। এমন ধুমধাড়াক্কা ইনিংসে ওয়াটসন ৯টি চার ও ৯টি ছক্কা মারেন। এছাড়া ৪৩ বলে ৮৫ রান করেন কালাম ফার্গুসন। তিনি ১১টি চার ও ৪টি ছক্কা মারেন।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৭ ওভারে মাত্র ১২৩ রানে অল-আউট হয়ে যায়। ১৩৭ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের হয়ে সব থেকে বেশি ৩০ রান করেন হাশিম আমলা। আলভারো পিটারসেন করেন ২৮ রান। রিচার্ড লেভি ২২ ও জন্টি রোডস ১৬ রানের যোগদান রাখেন।