চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ বাংলাদেশ। ভারত এবং নিউজিল্যান্ডের কাছে পরপর ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে টাইগারদের। এদিকে ১টি করে গ্রুপের ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনাল নিশ্চিত করল ভারত এবং নিউজিল্যান্ড। শুধু বাংলাদেশ নয়, বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানও। যদিও ২৭ ফেব্রুয়ারি নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে এই দুই দেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে হয়েছিল বাংলাদেশকে। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান তোলে তারা। ব্যাট হাতে ভালো পারফর্ম করে একমাত্র অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং জাকের আলি। ১১০ বলে ৭৭ রান করেন শান্ত। ৫৫ বলে ৪৫ করে জাকের। জবাবে রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৪৬.১ ওভারেই তা তুলে ফেলে নিউজিল্যান্ড। সেঞ্চুরি করেন রাচিন রবীন্দ্র।
ম্যাচ হেরে হতাশ বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে হতাশ। বিগত কয়েক বছরে বোলিং ইউনিট হিসাবে আমরা ভালো করেছি। ভালো পেসার রয়েছে আমাদের। রিস্ট স্পিনারের খোঁজে ছিলাম, সেটাও পেয়েছি। তবে ব্যাটিং এবং ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে। এক ভুল বারবার করছি। ব্যাটিংয়ে উন্নতির প্রয়োজন আছে, আগেও বলেছি। সেটা ঠিক করতেই হবে। আশা করছি, টুর্নামেন্ট শেষে কিছু পরিবর্তনের মাধ্যমে ব্যাটিংয়ে উন্নতি আনার চেষ্টা করব আমরা।’
তিনি আরও বলেন, ‘আমরা বেশিরভাগ সিরিজ দেশের মাটিতেই জিতি। বাইরে খুব বেশি জিতি, এমন নয়। কীভাবে আইসিসি ইভেন্টে ভালো করা যায়, সেদিকে নজর দিতে হবে। পুরো দল হিসাবে ভালো করতে হবে। একদিন ব্যাটিংয়ে টপ অর্ডার ভালো করছে তো, একদিন মিডল অর্ডার। একদিন ফিল্ডিং ভালো হচ্ছে তো, অপরদিন খারাপ। দলগত পারফরম্যান্স করলে তবেই বড় দলের বিরুদ্ধে জেতা সম্ভব এবং সেই সঙ্গে টুর্নামেন্টও।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে আসার আগে বড় গলায় শান্ত বলেছিলেন যে এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামবে বাংলাদেশ। সেই ঘোষণা কি দলের উপর বাড়তি চাপ তৈরি করেছে? এই বিষয়ে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় না। দলের প্রত্যেক খেলোয়াড় এই বড় স্বপ্নটা নিয়েই এখানে এসেছিল। আমার মনে হয় বড় স্বপ্ন যদি না দেখি তাহলে খেলব কিভাবে। হ্যাঁ, আশানুরূপ ফল হয়নি, কিন্তু স্বপ্নটা বড় দেখতেই পছন্দ করি। শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেটার জন্য কাজ করতে হবে। টুর্নামেন্টে আশা নেই, তবে পরের ম্যাচে ফোকাস করতে চাই। কীভাবে ভালো করা যায়, দেখতে হবে।’
ম্যাচ প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমার মনে হয় বোলিংয়ে শুরুটা ভালো করেছিলাম। তবে এরকম উইকেটে ওরা দারুণ ব্যাটিং করেছে। আমাদের বোলাররা ভালো করেছে। এর থেকে বেশি আমি তাদের কাছে প্রত্যাশা করতে পারি না। আমি বোলারদের পারফরম্যান্সে খুশি।’ পরের ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ম্যাচ জেতার চেষ্টা করি। নিজেদের একশো শতাংশ দেওয়ার চেষ্টা করি। নিজেদের পরিকল্পনাকে কাজে লাগানোর চেষ্টা করি। নতুন ম্যাচ। দেশের জন্য খেলা সবসময় গর্বের। আশা করি ছেলেরা নতুন কিছু করে দেখাবে। ম্যাচ ভালো হবে।’