সন্ধ্যা ৬:১৫ টার পরে অফিসে থাকতে পারবেন না। দেরিতে কাজ করতে হলে বিশেষ অনুমতি নিতে হবে। মহিলা কর্মচারী এবং গবেষকদের জন্য নতুন অফিস টাইম বেঁধে দিল কলকাতার জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই)। আর জি কর কাণ্ড নিয়ে তোলপাড় দেখে, রাজ্য সরকার আগেই কাজের জায়গায় মহিলাদের নিরাপত্তায় কিছু অ্যাডভাইজারি জারি করেছে। এবার একই পথে হেঁটে, সব সরকারি মহিলা কর্মীদের জন্য একই কাজের সময়সীমা বেঁধে বিজ্ঞপ্তি জারি করল জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।
ঠিক কী কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে
আরজি কর হাসপাতালের মর্মান্তিক ঘটনার পর ১৩ অগস্ট জারি করা এই সার্কুলার এখন নতুন বিতর্কের সূত্রপাত ঘটিয়েছে। বলা হচ্ছে লিঙ্গ বৈষম্যের পথে হাঁটছে সরকারি সংস্থাটি। কারণ সার্কুলারে স্পষ্ট বলা হয়েছে যে কলকাতায় জেডএসআই সদর দফতরে কর্মরত সমস্ত মহিলাকে কাজ শেষ করে সন্ধ্যা ৬:১৫ এর মধ্যে অফিস ছেড়ে বেরিয়ে যেতে হবে। এর পরেও যদি তাঁরা থাকতে চান, তাহলে অবশ্যই অফিস প্রধানের অনুমতি নিতে হবে। আর এই নিয়ম শুধুমাত্র মহিলাদের জন্যই প্রযোজ্য হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে কমপক্ষে দুইজন মহিলা একসঙ্গে থাকতে পারলে, তবেই তাঁদের দেরি করে কাজ করার অনুমতি দেওয়া হবে। এবং উপযুক্ত কোনও কারণ দেখাতে না পারলে সপ্তাহান্তে বা ছুটির দিনে মহিলাদের দেরি করে কাজ করতে দেওয়া হবে না। একজন গবেষক সার্কুলারটির সমালোচনা করে বলেছেন, এটি অন্যায় কারণ পুরুষদের ক্ষেত্রে তো এমন বিধিনিষেধ নেই। শুধু মহিলাদের ক্ষেত্রেই কেন হবে।
আরও পড়ুন: (Viral: একটানা কাজের নামে এক মাস ছুটি কাটালেন কর্মী! কিছু জানতেও পারল না কোম্পানি)
সম্প্রতি, ১৭ অগস্ট রাজ্য সরকার কর্মস্থলে মহিলাদের নিরাপত্তায় ১৭ দফা নির্দেশিকা জারি করে বলেছিল, নাইট ডিউটি থেকে মহিলাদের অব্যহতি দেওয়ার চেষ্টা করতে হবে। এই নির্দেশিকার পরেই সরকারি সংস্থার মহিলা কর্মীদের জন্য অফিস টাইম বেঁধে দেওয়া নিয়ে, অনেক মহিলারা এর বিরুদ্ধেও প্রতিবাদ করেছে, দাবি করেছে এটি মহিলাদের প্রতি বৈষম্যমূলক ভাবনা।
এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে, জেডএসআই পরিচালক ধৃতি বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এখানে কোনও রাতের শিফট নেই, এবং যারা নিয়মিত সময়ের বাইরে কাজ করেন, তাঁদের অবশ্যই আগে থেকে অনুমতি নিতে হবে। তিনি যোগ করেছেন যে রক্ষণাবেক্ষণের কাজ সাপ্তাহিক ছুটির দিনে হয় এবং অনেক বহিরাগতরা প্রতিষ্ঠানে আসেন। এই বহিরাগতদের থেকে স্টাফ এবং গবেষকদের আলাদা রাখতে, একটি আইডি কার্ডও প্রয়োজন। সেটা তৈরি করতে বলা হয়েছে। পরিচালক এরপরেই বলেন, এই আইডিগুলো সব সময় দৃশ্যমান রাখা সম্ভব নয়।
প্রসঙ্গত, ১৪ অগস্ট মহিলাদের রাত দখলের ডাক দিয়েছিলেন প্রেসিডেন্সির প্রাক্তন এবং বর্তমান সমাজবিজ্ঞান গবেষক, রিমঝিম সিনহা। তিনিও জেডএসআই বিজ্ঞপ্তি সম্পর্কে বলেছেন, আরজি কর ঘটনাটি রাতে কাজ করা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতার পরিচয় দেয়। তিনি এদিন মহিলাদের নিরাপত্তা খাতে উন্নতির পরিবর্তে মহিলাদের চলাচলে বিধিনিষেধ আরোপের জন্য সরকার এবং অন্যান্য সংস্থার সমালোচনা করেছেন।