পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আশাকর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেজন্য মাধ্যমিক পাশ হলেই হবে। এছাড়া কোনও বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন নেই।কারা আবেদন করতে পারবেন?বিজ্ঞপ্তি অনুসারে, ৩০-৪০ বছরের মহিলারা আবেদন করতে পারবেন। বয়স হিসাব করতে হবে ১/১/২০২২-এর হিসেবে। তবে এক্ষেত্রে লক্ষণীয়, বিবাহিত, বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলাদেরই আশাকর্মী হিসাবে নিয়োগ করা হবে।শিক্ষাগত যোগ্যতাএই পদে আবেদনের জন্য সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হলেই হবে। তবে মাধ্যমিক পাশ করেননি যাঁরা, তাঁরাও আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে তাঁদের সেই গ্রামেরই বাসিন্দা হতে হবে। এছাড়া কোনও প্রশিক্ষণের প্রয়োজন নেই। প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা কাজের সময়েই করা হবে। আবেদন কীভাবে?অফলাইনে আবেদন। অনলাইনে নেই। সাদা কাগজে দরখাস্ত করতে হবে। এরপর আপনার এলাকার বিডিও অফিসে আবেদনপত্র জমা দিতে হবে। ড্রপবক্সে ফেলে আসলেই হবে।আবেদনপত্রের সঙ্গে যা যা অবশ্যই পিন করে দেবেন:১. মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স কপি।২. ভোটার বা রেশন কার্ডের কপি।৩. এসসি-ওবিসি বা তালিকাভুক্ত হলে সেই সার্টিফিকেটের জেরক্স।৪. মাধ্যমিকের সার্টিফিকেট ও মার্কশিটের জেরক্স।৫. দুটি পাসপোর্ট সাইজের ফটো। তাতে পার্মানেন্ট মার্কার দিয়ে আবেদনকারীকে স্বাক্ষর করতে হবে। আবেদনের শেষ তারিখআগামিকাল (৪ মার্চ) বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।