আইটি পরিষেবা সংস্থা টাটা কনসাল্টেন্সি সার্ভিসেসে (TCS) কম্পিউটার সায়েন্সে গবেষণার ক্ষেত্রে ইন্টার্নশিপের জন্য আবেদনের আমন্ত্রণ জানানো হয়েছে। TCS ইন্টার্নশিপ ২০২২ প্রোগ্রামের ঘোষণা করা হয়েছে। বর্তমানে এর জন্য আবেদন চলছে।
টিসিএস ইন্টার্নশিপ ২০২২ প্রোগ্রামের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, 'যদি আপনার একটি ধারাবাহিক, উজ্জ্বল অ্যাকাডেমিক রেকর্ড থাকে, এবং R&D-এর প্রতি অনুরাগ থাকে, তাহলে R&D পরিবেশে গবেষণা করতে এবং ইন্ডাস্ট্রি-স্কেল সমস্যার সমাধান করতে আমাদের সঙ্গে যোগ দিন। সিনিয়র গবেষকদের তত্ত্বাবধানে কাজ শিখুন।'
যোগ্যতা
পিএইচডি, এমএস, এম টেক অধ্যয়নরত পড়ুয়ারা বা কম্পিউটার সায়েন্সের যে কোনও ক্ষেত্রে গবেষণার যোগ্যতাসহ বিই বা বি টেকের অন্তিম বর্ষে রয়েছেন যাঁরা, তাঁরা আবেদন করতে পারবেন।
মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, গণিত, গেম ডিজাইনিংয়ের মাস্টার্স এবং পিএইচডি পড়ুয়ারাও আবেদন করতে পারবেন।
আবেদনের লিঙ্ক :
ইন্টার্নশিপের সময়কাল
ইন্টার্নশিপ ৬ থেকে ৮ সপ্তাহ অথবা, ১৬ থেকে ১৮ সপ্তাহ হতে পারে। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সময়কাল পরিবর্তনও করা হতে পারে।