এখনও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) ক্লার্ক পরীক্ষার জন্য আবেদন করেননি? তাহলে এখনই আবেদন করুন। কারণ হাতে পড়ে রয়েছে আর মাত্র কয়েকটা দিন।
আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে। ইচ্ছুক প্রার্থীরা http://sbi.co.in/web/careers-এ গিয়ে আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুন : SBI-তে স্পেশ্যালিস্ট অফিসার পদে আবেদন প্রক্রিয়া শুরু, জানুন বিস্তারিত
এবার শূন্যপদের সংখ্যা ৮,০০০। জেনারেল রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় ৭,৮৭০ জনকে নিয়োগ করা হবে। আগামী জুনে প্রিমিলিনারি পরীক্ষা হবে বলে জানিয়েছে এসবিআই। মেন পরীক্ষা ১০ অগস্ট হতে পারে।
আবেদন প্রক্রিয়া :
১) http://sbi.co.in/web/careers-এ যান।
২) Recruitment of Junior associates (customer support & sales)-এ গিয়ে Apply Online-এ ক্লিক করুন।
৩) Click here for New Registration-এ ক্লিক করুন।
৪) প্রয়োজনীয় সব তথ্য দিন।
৫) স্ক্যান করা ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
৬) পুরো ফর্ম ভালোভাবে দেখে নিয়ে সাবমিট করুন।
৭) অনলাইনে অ্যাপ্লিকেশন ফি জমা দিন।
৮)অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিন।
৯) রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড সযত্নে রেখে দিন।