আজই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাপ্রেন্টিস পদে আবেদন জানানোর শেষ দিন। এই পদে নিয়োগ করা হবে ৬১০০ জনকে। সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার শেষ সুযোগ আজকে। নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া আজই বন্ধ করে দেবে এসবিআই। তার আগেই এসবিআই-এর সরকারি ওয়েবসাইট sbi.co.in-এ গিয়ে এই পদের জন্যে আবেদন জানান। গত ৬ জুলাই এই পদের জন্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছিল।
এই পদে আবেদন জানাতে জেনারেল, ওবিসি এবং ইডাব্লুএস ক্যাটাগরির চাকরি প্রার্থীদের ৩০০ টাকা ফি দিতে হবে। এদিকে এসসি, এসটি, পিডাব্লুডি হলে চাকরি প্রার্থীকে কোনও আবেদন ফি জমা দিতে হবে না।
এই পদে আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থী যেকোনও একটি রাজ্যকেই নিজের এঙ্গেজমেন্টের রাজ্য হিসেবে বেছে নিতে পারবেন। এই এঙ্গেজমেন্ট প্রোজেক্টের অধীনে প্রার্থী একবারই পরীক্ষা দিতে পারবেন। এই পদে আবেদন জানাতে এক প্রার্থীকে যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যাল বা কলেজ থেকে স্নাতক হতে হবে। নিম্ন উল্লেখিত সহয় পদক্ষেপগুলো নেওয়ার মাধ্যমে একজন এই পদের জন্যে আবেদন করতে পারবেন।
কী করে আবেদন জানাবেন?
১) এসবিআই-এর সরকারি ওয়েবসাইটে যান -
২) SBI Apprentice Recruitment 2021-এর লিঙ্কে ক্লিক করুন।
৩) নিজের লগইন তথ্য লিখে তা সাবমিট করুন
৪) নিজের ফর্ম ভরে ফি জমা করুন
৫) এরপর আবেদন পত্রটি অনলাইনেই জমা করুন
৬) নিশ্চিতকরণ পেজটি এলে তা ডাউনলোড করে রাখুন এবং প্রয়োজনে প্রিন্ট আউট বের করিয়ে নিন।