আজ বিকেল পাঁচটা থেকে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অফ ডেন্টাল সার্জারি (NEET MDS) ২০২১ এর অনলাইন রেজিসট্রেশন শুরু করল ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস (NBE)। NBE-এর অফিশিয়াল ওয়েবসাইট nbe.edu.inএ রেজিস্ট্রেশন করতে হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ১৫ নভেম্বর ২০২০ তারিখ রাত ১১:৫৫ পর্যন্ত NEET MDS ২০২১ এর জন্য আবেদন করতে পারবেন।NEET MDS ২০২১ এর অ্যাডমিট কার্ড ৯ ডিসেম্বর, ২০২০ তারিখ প্রকাশিত হবে। অ্যাডমিট কার্ড প্রকাশের এক সপ্তাহ পরে অর্থাৎ ১৬ ডিসেম্বর, ২০২০ পরীক্ষা নেওয়া হবে।NEET MDS ২০২১ এর জন্য আবেদন পদ্ধতি:• অফিসিয়াল ওয়েবসাইট nbu.edu.in এ যেতে হবে।• হোমপেজে “NEET MDS 2021” এ ক্লিক করতে হবে।• NEET MDS 2021 এর জন্য দেওয়া রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করতে হবে।* যে সব তথ্য চাওয়া হয়েছে, তা দিতে হবে।* ফোন নম্বর বা ইমেল এর ঠিকানায় পাঠানো তথ্যের মাধ্যমে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।• আগে উত্তীর্ণ হওয়া সমস্ত পরীক্ষা, ব্যক্তিগত তথ্য, পছন্দ মতো পরীক্ষাকেন্দ্র ইত্যাদি প্রয়োজনীয় তথ্য দিতে হবে।• অনলাইনে পরীক্ষার ফি দিয়ে আবেদনপত্র জমা দিতে হবে।• আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।