পশ্চিমবঙ্গ সার্কেলে ২,০২১ গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ।ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিসট্যান্ট ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার ও ডাক সেবক - এই তিনটি পদে নিয়োগ হবে। ইতিমধ্যে শুরু হয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত।
আরও পড়ুন : Railway Job Openings: পূর্ব রেলওয়ে শূন্যপদ ২৭৯২, আবেদনের পদ্ধতি দেখুন
বয়স :
১৮ ফেব্রুয়ারি, ২০২০ অনুযায়ী ১৮-৪০ বছর (অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে)। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় দেওয়া হয়েছে।
SC/ST প্রার্থীরা বয়সের সর্বোচ্চ সীমায় পাঁচ বছরের ছাড় পাবেন। ওবিসি প্রার্থীদেে বয়সের সর্বোচ্চ সীমায় তিন বছরের ছাড় দেওয়া হয়েছে।
বিশেষভাবে সক্ষম প্রার্থীরা (অসংরক্ষিত) বয়সের সর্বোচ্চ সীমায় ১০ বছরের ছাড় পাবেন। ওবিসি বিশেষভাবে সক্ষম প্রার্থীদের বয়সের সর্বোচ্চ সীমায় ১৩ বছরের ছাড় দেওয়া হয়েছে। যে প্রার্থীরা বিশেষভাবে সক্ষম ও একইসঙ্গে SC/ST, তাঁরা বয়সের সর্বোচ্চ সীমায় ১৫ বছরের ছাড় পাবেন।
আরও পড়ুন : West Bengal Municipality Jobs: ক্লাস ৮ পাশে চাকরি, দেখুন যাবতীয় তথ্য
শিক্ষাগত যোগ্যতা :
১) ভারতে স্বীকৃত যে কোনও বোর্ড থেকে দশম শ্রেণী পাশ করতে হবে।
২) যে কোনও স্বীকৃত কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে কমপক্ষে ৬০ দিনের প্রশিক্ষণ থাকতে হবে।
৩) বাধ্যতামূলক বা ঐচ্ছিক বিষয় হিসেবে কমপক্ষে দশম শ্রেণী পর্যন্ত স্থানীয় ভাষায় পড়াশোনা করতে হবে।
সাইকেল চড়া : সকল গ্রামীণ ডাক সেবকের ক্ষেত্রে সাইকেল চালাতে জানা বাধ্যতামূলক। স্কুটার বা মোটর সাইকেল চালাতে জানলেও তা সাইকেল চালানো হিসেবে বিবেচিত হবে।
আরও পড়ুন : সুবর্ণ সুযোগ! ২০৪ শূন্যপদে নিয়োগ করছে রাজ্য সরকার
আবেদন প্রক্রিয়া :
১) http://indiapost.gov.in/ বা http://www.appost.in/gdsonline/-তে গিয়ে রেজিস্ট্রেশন করুন।
২) জমা দিন। অফলাইনেও ফি জমা দেওয়া যাবে। তবে তা শুধুমাত্র হেড পোস্ট অফিসে।
৩) রেজিস্টেশন নম্বর দিয়ে সাবমিট করুন।
৪) প্রয়োজনীয় নথি আপলোড করুন।
৫) নিজের পছন্দের ডাকঘর নির্বাচন করুন।
৬) অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করুন।