অসমের DEIEd রাউন্ড ২ এর ফলাফল আপাতত স্থগিত রাখা হল। সরকারি নির্দেশে ঠিক কী বলা হয়েছে সেটা জেনে নিন। সেখানে বলা হয়েছে স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ, SCERT অসমের DEIEd এর দ্বিতীয় রাউন্ডের ফলাফল প্রকাশ আপাতত স্থগিত রাখা হয়েছে। যাঁরা ফলাফলের জন্য় অপেক্ষা করছিলেন তাঁরা SCERT- এর ওয়েবসাইটে গিয়ে ব্যাপারটি জেনে নিতে পারেন। খবর হিন্দুস্তান টাইমস সূত্রে। তাঁরা scertpet.co.in এখানে গিয়ে বিস্তারিত বিবরণ পেতে পারেন। কার্যত অনিবার্য কারণ বশত অসমের ডিএলএডের ফলাফল স্থগিত করে দেওয়া হল বলে খবর।
২০২৩ সালের ১১ অক্টোবর এই ফলাফল বের হওয়ার কথা ছিল। কিন্তু সেই ফলাফল প্রকাশ আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। এর জেরে ভর্তির প্রক্রিয়াও পিছিয়ে যেতে পারে।
নোটিশে বলা হয়েছে, ১১ অক্টোবর রেজাল্ট বের হওয়ার কথা ছিল। কিন্তু সেটা আপাতত স্থগিত করা হয়েছে। অনিবার্যকারণবশত এই রেজাল্ট প্রকাশ আপাতত বন্ধ রাখা হয়েছে। কবে এই ফলাফল প্রকাশ করা হবে সেটা দেখার জন্য এখানে গিয়ে প্রয়োজনীয় তথ্য সময়ে সময়ে দেখে নেওয়ার জন্য বলা হচ্ছে।
এদিকে যাঁরা আগেই সিলেক্ট হয়েছিলেন তাঁরা আগের কাউন্সেলিংয়ের তারিখ অনুসারে নির্দিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আগামী ১৩ থেকে ১৬ অক্টোবর তাঁরা সংশ্লিষ্ট ইনস্টিটিউটে গিয়ে প্রয়োজনীয় নথি যাচাই করতে পারেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১৭ অক্টোবর বিকাল ৫টার মধ্য়ে অ্যাডমিশন রিপোর্ট জমা দিতে হবে।