শুরু হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) ক্লার্ক পরীক্ষার আবেদন প্রক্রিয়া। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত । ইচ্ছুক প্রার্থীরা এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (http://sbi.co.in/web/careers) গিয়ে আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুন : আজ থেকে অনেক ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ- জেনে নিন তালিকা
এবার শূন্যপদের সংখ্যা ৮,০০০। এর মধ্যে জেনারেল রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় ৭,৮৭০ জনকে নিয়োগ করা হবে। বাকি ১৩০টি শূন্যপদ পূরণ করা হবে স্পেশ্যাল রিক্রুটমেন্ট প্রক্রিয়ায়।
আরও পড়ুন : কার সঙ্গে বাগদান সারলেন হার্দিক পান্ডিয়া? জেনে নিন নাতাশার সম্পর্কে অজানা তথ্য
এসবিআই জানিয়েছে, জুনে প্রিমিলিনারি পরীক্ষা হবে। ১০ অগস্ট মেন পরীক্ষার সম্ভাব্য দিন ঠিক হয়েছে।
আরও পড়ুন : আজ থেকে ATM-এ টাকা তুলতে লাগবে OTP, জেনে নিন সেই প্রক্রিয়া
আবেদন প্রক্রিয়া :
• এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (http://sbi.co.in/web/careers) যান।
• Recruitment of Junior associates (customer support & sales)-এ গিয়ে Apply Online-এ ক্লিক করুন।
• Click here for New Registration-এ ক্লিক করুন।
• প্রয়োজনীয় সব তথ্য দিন।
• স্ক্যান করা ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
• পুরো ফর্মটি ভালোভাবে দেখে নিয়ে সাবমিট করুন।
• অনলাইনে অ্যাপ্লিকেশন ফি দিন।
• অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিন।
• রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড গুছিয়ে রাখুন।
আরও পড়ুন : বাগদানের পর হার্দিকের গায়ের রং নিয়ে মিম, পালটা দিলেন নেটিজেনরা
গুরুত্বপূর্ণ তারিখ :
• অনলাইন রেজিস্ট্রেশন : ৩-২৬ জানুয়ারি, ২০২০
• অনলাইন ফি পেমেন্ট : ৩-২৬ জানুয়ারি ২০২০
• অ্যাপ্লিকেশন প্রিন্টের শেষ তারিখ : ১০ ফেব্রুয়ারি, ২০২০।
আরও পড়ুন : হার্দিকের উদ্দেশে আবেগঘন বার্তা প্রাক্তন উর্বশীর, নাতাশাকে শুভেচ্ছা আলি গোনির