রাজ্য পুলিশের কনস্টেবলে নিয়োগে চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ। কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে বড় পরিবর্তন আনার কথা চিন্তাভাবনা করছেন পুলিশের শীর্ষ কর্তারা। বর্তমানে সাধারণ তালিকাভুক্তদের ক্ষেত্রে কনস্টেবল পদে আবেদনের বয়সসীমা হল ২৭ বছর। তবে সেই বয়সসীমা আরও তিন বছর বাড়িয়ে ৩০ বছর করার ভাবনাচিন্তা করছেন পুলিশের শীর্ষকর্তারা। ইতিমধ্যেই এ বিষয়ে আইনি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন তাঁরা। দ্রুত এ বিষয়ে নবান্নে প্রস্তাব পাঠানোর সিন্ধান্ত নিয়েছেন পুলিশের কর্তারা।
আরও পড়ুন: কলকাতা পুলিশের কনস্টেবল পদে এবার বড় নিয়োগ হবে, অনুমোদন দিল মন্ত্রিসভা
করোনা অতিমারি এবং বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ বন্ধ ছিল। মাস খানেক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশে প্রচুর নিয়োগের কথা ঘোষণা করেছেন। এ বিষয়ে নির্দেশও দিয়েছেন। সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুলিশের শীর্ষকর্তাদের মতে, অনেকেই দীর্ঘদিন ধরে পুলিশের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু, নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকার ফলে তাঁদের বয়সসীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। ফলে বেকার যুবক যুবতীরা যাতে চাকরিতে সুযোগ পান সেই সমস্ত কথা মাথায় রেখে বয়সসীমা বাড়ানোর চিন্তাভাবনা করছেন পুলিশের কর্তারা। যদিও সংরক্ষিত ক্যাটাগরির ক্ষেত্রে বয়সে ছাড় রয়েছে। তবে সাধারণ ক্যাটাগরিতে এই বয়সসীমা ২৭ বছর পর্যন্তই ছিল। ৩০ বছর পর্যন্ত বয়সীমা করা হলে সে ক্ষেত্রে অনেকে যেমন কাজের সুযোগ পাবেন তেমনি দ্রুত যোগ্য প্রার্থীদের কাজে নিয়োগ করাও সম্ভব হবে বলে মনে করছেন আধিকারিকরা।