বাংলা নিউজ > হাতে গরম > Eczema Treatment: ওষুধ ছাড়াই কাবু হবে একজিমা! এভাবে স্নান করলেই যথেষ্ট, দাবি নয়া গবেষণায়
Science News: বিভিন্ন চর্মরোগে অনেকেই ভোগেন। এর মধ্যে একজিমার সমস্যা অনেকেরই দেখা যায়। ত্বকের এই রোগ সারে না বলেই জানাচ্ছে চিকিৎসাবিজ্ঞান। তবে চাইলে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সম্প্রতি এক গবেষণায় তেমনটাই জানা গিয়েছে। জাপানের ওই গবেষণায় বলা হয়েছে বিশেষ এক স্নানেই একজিমা থেকে মুক্তি মিলতে পারে। এই স্নানটি হল বাবল শাওয়ার। মাইক্রো সাইজের বাবলে ভরপুর জলে স্নান করলে একজিমা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।
আরও পড়ুন - Viral Video: মানুষ ‘বন্ধু’ হাঙরের মুখে! বিপদের আঁচ পেয়েই ছুটে এল দুই তিমি, ভাইরাল ভিডিয়োতে মুগ্ধ নেটপাড়া
যেভাবে হয়েছে গবেষণা
প্রাথমিকভাবে ইঁদুরের উপর এই গবেনণা করা হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাদের কথায়, দুই দল ইঁদুরের উপর পরীক্ষা করা হয়। এক দলকে সাধারণ জলে স্নান করানো হয়, অন্য দলকে বাবল জলে স্নান করানো হয়। দেখা গিয়েছে, অ্যাটপিক ডার্মাটাইটিসের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণ করা যাচ্ছে বিশেষ স্নানের মাধ্যমে।