চৈত্রের গরমের দাবদাহের মাঝেই আজ বৃহস্পতিবার থেকেই আবহাওয়া মেজাজ বদল হওয়ার পূর্বাভাস রয়েছে। আজ কলকাতার ইডেন গার্ডেন্সে রয়েছে কেকেআরর ম্যাচ, আর সেই দিন থেকেই আবহাওয়ার খেলা ঘুরিয়ে দেওয়ার মেজাজে রয়েছে বৃষ্টি! অন্তত পূর্বাভাস এমনটাই। এদিকে আজ বাসন্তী পুজো ঘিরে বাংলা জুড়ে সাজো সাজো রব। তারই মাঝে স্বস্তির বৃষ্টি ফেরার খবর দিয়েছে আবহাওয়া দফতর। কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে? উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে? দেখে নিন।
বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায়?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই হাওয়া বদল হতে পারে রাজ্যের দক্ষিণাংশে। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস বলছে, বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলায়। এরমধ্যে বজ্র বিদ্যুৎ সহ বর্ষণ ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে।
( Nostradamus Rich Zodiac prediction 2025: ২০২৫এ এই ৫ রাশির ভাগ্যে টাকার ফোয়ারা রোখা কঠিন! নস্ট্রাদামুসের জ্যোতিষ গণনা রইল)
( Waqf Bill passed in loksabha: ১০ ঘণ্টার বেশি ডিবেটের পর রাত ২ টোয় লোকসভায় পাশ ওয়াকফ বিল! পক্ষে ২৮৮ ভোট বিপক্ষে কত?)
( Modi at BIMSTEC:মোদী-ইউনুস বৈঠক হতে পারে!আশায় ঢাকা, বিমস্টেকের জন্য রওনার আগে কোন কোন মিটিং নিয়ে পোস্ট PMর?)
( Reciprocal Tariff on India: মোদী ‘আমার বন্ধু, কিন্তু…’, ভারত থেকে পণ্য আমদানিতে ২৬ শতাংশ শুল্ক চাপিয়ে যা বললেন ট্রাম্প)
দক্ষিণবঙ্গের আবহাওয়া
জানা যাচ্ছে, আজ ইডেনে ম্যাচের দিন কলকাতায় মনোরম আবহাওয়া থাকতে পারে। অস্বস্তির গরম থেকে কিছুটা মুক্তি পেতে পারেন নগরবাসী। এদিকে, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে।
( Rich NRI: জীবনে যাননি কলেজ! স্ক্র্যাপ ডিলার থেকে কোটিপতি ব্যবসায়ী…পড়শি রাজ্যের ভূমিপুত্র এই ‘মেটাল কিং’ ধনীকে চেনে?)
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হচ্ছে, উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলির কোনও কোনও অংশে হালকা বর্ষণ হতে পারে। আপাতত দিন পাঁচেক উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় বিশেষ ফারাক দেখা যাবে না।