একের পর এক ক্ষেত্রে তোলাবাজির অভিযোগ উঠছে তৃণমূলের নেতাদের একাংশের বিরুদ্ধে। স্থানীয় জনপ্রতিনিধি থেকে নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। সম্প্রতি বিধাননগরেরর এক তৃণমূল নেতার বিরুদ্ধে উঠেছে প্রমোটারের কাছ থেকে তোলা চাওয়ার অভিযোগ। তারপর থেকেই ফেরার ওই টিএমসি কাউন্সিলর। পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে। কিন্তু তারপরেও খোঁজ মেলেনি ওই কাউন্সিলরের।
এদিকে ইতিমধ্য়েই পুলিশ বড়বাজারে দলের এক যুবনেতাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ। বড়বাজার থানায় ব্যবসা সংক্রান্ত একটা মামলা মিটিয়ে দেবেন বলে প্রায় ৬ লাখ টাকা চেয়েছিলেন তরুণ তিওয়ারি নামে ওই যুব নেতা। অভিযোগ এমনটাই। এমনকী ব্যবসায়ীর কাছ থেকে তিনি আড়াই লাখ টাকা নিয়েছিলেন বলেও অভিযোগ। তারপরেও সমস্যা মেটেনি। এরপরই নড়েচড়ে বসে দল। মূলত বিষয়টি প্রকাশ্যে আসার পরেই আর ঝুঁকি নিতে চায়নি দল। সংগঠনের রাজ্যসভাপতি সায়নী ঘোষ তরুণকে বহিষ্কারের কথা জানান। তবে তরুণের দাবি, গোটা ঘটনায় তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
এদিকে তৃণমূল পাশ থেকে সরে যেতেই কড়া পদক্ষেপ নেওয়া শুরু করে পুলিশ। পুলিশ ইতিমধ্য়েই তরুণের সঙ্গেই তার দুই সহযোগীকেও গ্রেফতার করে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে বিশেষত শহরাঞ্চলে তৃণমূলকে এই তোলাবাজি তিরে যাতে বিদ্ধ হতে না হয় তার সব চেষ্টা করছে শাসকদল। সেকারণে কোথাও কোনও অভিযোগ উঠলেই আপাত কড়া অবস্থান নেওয়া হচ্ছে। মূলত এই তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে বার বার অস্বস্তির মুখে পড়তে হয়েছে দলকে। এবার সেই তোলাবাজদের শায়েস্তা করতে কিছুটা হলেও কড়া অবস্থান নিচ্ছে দল। কারণ এই তোলাবাজির প্রবনতা বাড়তে থাকলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।