বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata Metro on Durga Puja Carnival Day: পুজোর কার্নিভাল দেখে অনেক রাতেও ফিরতে পারবেন বাড়ি, চলবে বিশেষ মেট্রো, রইল সময়
পরবর্তী খবর
Kolkata Metro on Durga Puja Carnival Day: পুজোর কার্নিভাল দেখে অনেক রাতেও ফিরতে পারবেন বাড়ি, চলবে বিশেষ মেট্রো, রইল সময়
আগামী ২৭ অক্টোবর উত্তর–দক্ষিণ করিডরে ২৩৪ টি পরিষেবার পরিবর্তে ২৫২ টি মেট্রো চলবে। এদিন প্রথম পরিষেবা পাওয়া যাবে সকাল ৬:৫০ টায় এবং শেষ মেট্রো মিলবে রাত্রি ১১:১০ টায়। এদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে সকাল ৬:৫০ টায়।
কার্নিভালে মধ্য রাত্রি পর্যন্ত মেট্রো পাওয়া যাবে। প্রতীকী ছবি
প্রতি বছর দুর্গাপুজোর কার্নিভালকে কেন্দ্র করে রেড রোডে প্রচুর মানুষের ভিড় হয়। সেই কথা মাথায় রেখেই মানুষের সুবিধার্থে মধ্যরাত্রি পর্যন্ত মেট্রো চালানোর আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। সেই আবেদনে সাড়া দিয়ে আগামী ২৭ অক্টোবর কার্নিভালের দিন মধ্যরাত্রি পর্যন্ত মেট্রো চালানোর কথা ঘোষণা করল কর্তৃপক্ষ। শুক্রবার একটি বিবৃতি জারি করে মেট্রোর তরফে একথা জানানো হয়েছে। মেট্রোর উত্তর–দক্ষিণ করিডর অর্থাৎ ব্লু লাইনে ওইদিন মধ্যরাতি পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। ফলে কার্নিভাল দেখার পর নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবেন মানুষজন।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, আগামী ২৭ অক্টোবর উত্তর–দক্ষিণ করিডরে ২৩৪টি পরিষেবার পরিবর্তে ২৫২ টি মেট্রো চলবে। এদিন প্রথম পরিষেবা পাওয়া যাবে সকাল ৬ টা ৫০ মিনিটে এবং শেষ মেট্রো মিলবে রাত ১১ টা ১০ মিনিটে। এদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে সকাল ৬ টা ৫০ মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো পাওয়া যাবে ৬ টা ৫৫ মিনিটে এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো সকাল ৭টায় পাওয়া যাবে।
অন্যদিকে, অন্যান্য সময়ে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো রাত ৯:২৮ টায় পাওয়া যায়। তবে এদিন তার পরিবর্তে ১০:৫৮ টায় ছাড়বে শেষ মেট্রো । কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো রাত্রি সাড়ে ৯ টার পরিবর্তে ১১ টায় পাওয়া যাবে। দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো রাত্রি ৯:৪০ টার পরিবর্তে ১১:১০ টায় পাওয়া যাবে। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, কার্নিভালে যাত্রীদের সুবিধার্থে এবং রাজ্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে এই পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।