এবার থেকে রবিবার চলবে কলকাতা মেট্রো। তবে তাতে সাধারণ যাত্রীরা উঠতে পারবেন না। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা রবিবার মেট্রোয় চলাচল করতে পারবেন। রক্ষণাবেক্ষণের জন্য ট্রেনগুলি চালানো হবে বলে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে। আপাতত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আমজনতার জন্য মেট্রো পরিষেবা চালু আছে। শনিবার শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের মেট্রো চালানো হত। আগামী ২৯ অগস্ট থেকে রবিবারও মেট্রো পরিষেবা চালু করা হবে। সকাল ১০ টা মিলবে মেট্রো পরিষেবা। দিনে মোট ১১২ টি মেট্রো ছাড়বে। রাত ৮ টা ৪৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে। দমদম এবং কবি সুভাষ থেকে রাত ন'টায় শেষ মেট্রো মিলবে। সকাল এবং সন্ধ্যায় ১০ মিনিট অন্তর মিলবে মেট্রো। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, অ্যাডমিট কার্ড দেখিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীরাও রবিবার মেট্রোয় উঠতে পারবেন।সেইসঙ্গে ২১ অগস্ট থেকে শনিবারও মেট্রো পরিষেবা বাড়ানো হচ্ছে। প্রতি শনিবার আপ এবং ডাউনে মোট ১৭২ টি মেট্রো চলবে। আপাতত শনিবার ১০৪ টি মেট্রো চলাচল করে। সকালে এবং রাতের অফিস টাইমে আট মিনিট অন্তর মিলবে মেট্রো৷ এমনিতে গত সোমবার থেকে আপ ও ডাউন অভিমুখে দিনে ২৪০ টি মেট্রো চলাচল করছে। গত শুক্রবার পর্যন্ত যে সংখ্যাটা ছিল ২২৮। পাশাপাশি শেষ মেট্রোর সময় বাড়ানো হয়েছে। রাত ৮ টা ৪৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়ছে। অর্থাৎ এক ঘণ্টা পরে ছাড়ছে দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনের শেষ মেট্রো। একইভাবে দমদম-কবি সুভাষ এবং কবি সুভাষ-দক্ষিণেশ্বের লাইনের শেষ মেট্রো ছাড়ার সময়ও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। অর্থাৎ দমদম থেকে কবি সুভাষগামী এবং কবি সুভাষ-দক্ষিণেশ্বেরগামী শেষ মেট্রো ছাড়ছে রাত ৯ টায়। প্রথম মেট্রোর সময় অবশ্য পালটানো হয়নি। সেইসঙ্গে টোকেন চালু করা হয়নি।প্রথম মেট্রোর সময় (সোমবার থেকে শুক্রবার)১) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ : সকাল ৭ টা ৩০ মিনিট।২) দমদম থেকে দক্ষিণেশ্বর : সকাল ৭ টা ৩০ মিনিট।৩) দমদম থেকে কবি সুভাষ : সকাল ৭ টা ৩০ মিনিট।৪) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বের : সকাল ৭ টা ৩০ মিনিট।শেষ মেট্রোর সময় (সোমবার থেকে শুক্রবার)১) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ : রাত ৮ টা ৪৮ মিনিট।২) দমদম থেকে কবি সুভাষ : রাত ৯ টা।৩) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বের : রাত ৯ টা।