যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে 'আজাদ কাশ্মীর' গ্রাফিতি ঘিরে বিতর্ক চরমে। এই আবহে কলকাতা পুলিশ এই ঘটনার তদন্ত চালাচ্ছ। সেই গ্রাফিতির নীচেই লেখা আছে অতিবাম সংগঠন পিডিএসএফ-এর নাম। এই আবহে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিডিএসএফের সদস্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ। এই আবহে পিডিএসএফের সদস্যদের তালিকা তৈরির কাজও শুরু হয়েছে। এদিকে তদন্তের খাতিরে যাদবপুর থানা থেকে পুলিশ আধিকারিকরা এসে 'আজাদ কাশ্মীর' গ্রাফিতির সেই ছবিটি তুলে নিয়ে গিয়েছেন। রিপোর্ট অনুযায়ী, পিডিএসএফের সদস্যদের তালিকা তৈরির কাজ শেষ হলে সংগঠনের সদস্যদের ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। (আরও পড়ুন: 'ছিঃ ছিঃ ছিঃ রে ব্যনার্জি...', ভাইরাল ওড়িয়া গানের প্যারোডি মমতাকে নিয়ে)
আরও পড়ুন: 'পঞ্চায়েতে ২ জেলায় ১.৫ লাখ ভোট', বিধানসভা নির্বাচনে বাংলার সব আসনে লড়বে AIMIM
রিপোর্ট অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের কাছে একটি দেয়ালে 'আজাদ কাশ্মীর' ও 'ফ্রি প্যালেস্টাইন' লেখা গ্রাফিতি দেখা গিয়েছিল। এদিকে এই গ্রাফিতি বিতর্কে প্রথম থেকেই 'অতিবাম সংগঠনকেই' দায়ী করেছিল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারাও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে 'অ্যান্টি ন্যাশনাল হাব' আখ্যা দিয়েছেন। এদিকে এই ঘটনায় কোনও ভাবে জড়িত থাকার কথা অস্বীকার করেছে সিপিআইএম-এর ছাত্র ইউনিট এসএফআই। (আরও পড়ুন: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে 'উল্লাস' করায় যুবকদের মাথা ন্যাড়া করাল পুলিশ)
আরও পড়ুন: উদ্ধার শতাধিক যাত্রী, পাক ট্রেন হাইজ্যাক কাণ্ডে প্রাণ গিয়েছে ১৬ বালোচ যোদ্ধার
আরও পড়ুন: অভ্যুত্থান ঘিরে জল্পনা, বিস্ফোরক রিপোর্ট প্রকাশ্যে আসতে মুখ খুলল বাংলাদেশি সেনা