হকের চাকরি ফেরত পেতে মরিয়া চাকরিহারা 'যোগ্য' শিক্ষকরা কার্যত প্রশাসন ও বিশিষ্টদের দরজায় দরজায় ঘুরছেন। এবার তাঁদেরই একাংশ পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দরবারে। যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের সম্মুখ সাক্ষাৎ প্রসঙ্গে কোনও খবর সামনে আসেনি। তবে, তাঁরা মুখ্যমন্ত্রীর কালীঘাটের কার্যালয়ে গিয়েছিলেন বলেই জানা গিয়েছে।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, আজ (রবিবার -২৫ মে, ২০২৫) সকালে চাকরিহারা 'যোগ্য' শিক্ষকদের একটা অংশ কালীঘাট থানায় যায়। সেই দলে মোট ৫০ জন শিক্ষক ছিলেন বলে জানা গিয়েছে। তাঁরা পুলিশের কাছে অনুমতি চান, যাতে তাঁদের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়।
এই আবেদনের প্রেক্ষিতে পুলিশ পাঁচজনের একটি প্রতিনিধিদলকে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার অনুমতি দেয়। সেই হিসাবে পাঁচজন চাকরিহারা 'যোগ্য' শিক্ষক-শিক্ষিকা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যান। জানা গিয়েছে, তাঁরা একটি সাত দফার স্মারকলিপি জমা দিয়েছেন। সেই স্মারকলিপি গ্রহণ করেছে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির কার্যালয়।
উল্লেখ্য, এদিনই চাকরিহারা 'যোগ্য' শিক্ষকদের একাংশ কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করতে যান। পুনরায় পুরীক্ষা না দিয়েও কীভাবে হকের চাকরি ফেরত পাওয়া যায়, কীভাবে আন্দোলন চালিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে দিশা পেতেই অভিজিতের কাছে যান তাঁরা।
এর আগে একই কারণেই প্রবীণ আইনজীবী তথা বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন চাকরিহারা 'যোগ্য'রা। কিন্তু, বিকাশরঞ্জন তাঁদের জানিয়ে দেন, এভাবে আন্দোলন করে লাভ হবে না। চাকরিহারা 'যোগ্য'দের আবারও পরীক্ষা দিতেই হবে। সেই পরীক্ষায় পাস করলে তবেই ফেরত পাওয়া যাবে হারানো চাকরি।