শুক্রবার দুপুরে কলকাতার রুবির কাছে একটি শপিং মলে আগুন লাগে। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, মলের ছ’তলায় ফুড কোর্ট এলাকাতেই প্রথম আগুন দেখা যায়। পরিস্থিতির অবনতি হওয়ার আগে দ্রুত সকলকে শপিং মলের ওই অংশ থেকে সরিয়ে নেওয়া হয়।
মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা, যার ফলে শপিং মলে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েন এবং কাউকে কাউকে পাঁজাকোলা করে সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয়।
আতঙ্কে অনেকে কালো ধোঁয়ার মধ্যেই সিঁড়ি দিয়ে নীচে নামতে থাকেন। প্রত্যক্ষদর্শীদের একজন জানান, শপিং মলের তিনটি তলা জুড়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং সেখানে উপস্থিত অনেকেরই শ্বাসকষ্ট শুরু হয়।
আরও পড়ুন। আইআইটি খড়গপুরের ডেপুটি ডিরেক্টর পদে প্রথমবার কোনও মহিলা, জেনে নিন পরিচয়
প্রাথমিকভাবে জানা গিয়েছে, মলের কর্মীরা পাশের গীতাঞ্জলি স্টেডিয়ামে আশ্রয় নিয়েছেন। দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এবং আগুনের উৎস সম্পর্কে তদন্ত চলছে।
শপিং মলটির চার তলায় ফুড কোর্টের সঙ্গেই রয়েছে সিনেমা হল। সেইখানে অনেকেই দাঁড়িয়ে ছিলেন। কালো ধোঁয়া বেরতে দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে তাদের মধ্যে। ধোঁয়ার কারণে, আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে বলে দমকল কর্মী জানিয়েছেন। তাঁরা কাঁচ ভেঙে ধোঁয়া বের করার চেষ্টা চলছে। আগুন লাগার পর দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মঙ্গলবারই পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে একটি রেস্তরাঁয় আগুন লাগে। রেস্তরাঁর ভিতর নানা দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তার ঠিক চারদিনের মাথায় ফের আগুন লাগল কলকাতায়।