ভাইফোঁটা উপলক্ষে ২৩৪ টি ট্রেন চলবে। যার মধ্যে ১১৭ টি আপ এবং ১১৭টি চলে ডাউন লাইনে। এর মধ্যে আবার ১৬০ টি ট্রেন চলবে দক্ষিণেশ্বর থেকে। তবে সে ক্ষেত্রে প্রথম এবং শেষ পরিষেবার সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।
কলকাতা মেট্রো
দুর্গাপুজো, কালীপুজোর পর বাঙালির অন্যতম বড় উৎসব হল ভাইফোঁটা। ভাই-বোনের অটুট বন্ধনের কামনায় পালিত হয় একটি পবিত্র উৎসব। আগামী বুধবার ভাইফোঁটা। ফলে এই দিনটিতে ছুটি থাকলে ভাইফোঁটা দেওয়ার লক্ষ্যে প্রচুর সংখ্যক মানুষ যাতায়াত করেন। সেই কথা মাথায় রেখেই আগামী বুধবার (১৫ নভেম্বর) অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রো। এইদিনে উত্তর–দক্ষিণ করিডরে ২৩৪ টি মেট্রো চলবে। যদিও দুর্গাপুজো এবং কালীপুজো ছুটির দিন হলেও তাতে যাত্রীদের ভিড় বেশি থাকায় বেশি মেট্রো চালানো হয়। পাশাপাশি রাত অবধি চলে মেট্রো। তবে সেই সংখ্যায় ভাইফোঁটায় ভিড় কম হয়। তাই এই দিনটিতে ওই উৎসবের দিনগুলির তুলনায় কম ট্রেন চলবে।
আজ মেট্রোর তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ভাইফোঁটা উপলক্ষে ২৩৪টি ট্রেন চলবে। যার মধ্যে ১১৭ টি আপ এবং ১১৭টি চলে ডাউন লাইনে। এর মধ্যে আবার ১৬০ টি ট্রেন চলবে দক্ষিণেশ্বর থেকে। তবে সেক্ষেত্রে প্রথম এবং শেষ পরিষেবার সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। মেট্রো সূত্রে জানা গিয়েছে, দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে সকাল ৬ টা ৫০ মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষে প্রথম মেট্রো পাওয়া যাবে যথাক্রমে সকাল ৬ ৫৫ মিনিটে এবং ৭টায়।
অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শেষ মেট্রোর পাওয়া যাবে যথাক্রমে রাত ৯ টা ২৮ মিনিটে এবং রাত ৯ টা ৩০ মিনিটে। তাছাড়া দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো মিলবে রাত ৯ টা ৪০ মিনিটে।