বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Education Minister on Ragging: অধিকাংশ প্রতিষ্ঠানেই র্যাগিং হয়, সিনিয়রদের রুখতে হবে, সাফ কথা ব্রাত্য বসুর
পরবর্তী খবর
Education Minister on Ragging: অধিকাংশ প্রতিষ্ঠানেই র্যাগিং হয়, সিনিয়রদের রুখতে হবে, সাফ কথা ব্রাত্য বসুর
1 মিনিটে পড়ুন Updated: 22 Aug 2023, 11:32 AM ISTMD Aslam Hossain
ছাত্র মৃত্যুর ঘটনা পরেই বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি উঠেছে। যাদবপুর ইউনিটের তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী রাজন্যা হালদারও এই দাবি করেছেন। তবে ব্রাত্য বসুর মতে, আগে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
যাদবপুরের ছাত্র মৃত্যু নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। হস্টেলের বারান্দা থেকে পড়ে ছাত্রের মৃত্যুর ঘটনার পরেই পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। ইতিমধ্যে জুনিয়াদের উপর সিনিয়রদের র্যাগিং রুখতে একাধিক পদক্ষেপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর এবার এ বিষয়ে সিনিয়র পড়ুয়াদের এগিয়ে আসার পরামর্শ দিলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তাঁর পরামর্শ, সরকার বা রাষ্ট্র র্যাগিং নিয়ন্ত্রণ করতে পারে না র্যাগিংয়ের মতো ঘটনা বন্ধ করতে গেলে সিনিয়র পড়ুয়াদেরই এগিয়ে আসতে হবে। জুনিয়রদের ভালোবাসতে হবে। একই সঙ্গে স্বাধীনভাবে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর পরামর্শ দিয়েছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী।
সোমবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী বলেন, ভারতের অধিকাংশ প্রতিষ্ঠানে র্যাগিংয়ের ঘটনা ঘটে। এই ঘটনা আটকাতে পারে না কর্তৃপক্ষ বা রাষ্ট্র। র্যাগিংয়ের ফলে যদি কোনও মৃত্যু হয় বা নির্মম ঘটনা ঘটে সেক্ষেত্রে নিশ্চয় মানুষ প্রতিবাদ করবে। তবে যখন সিনিয়র ছাত্ররা জুনিয়াদের ভালোবাসতে শিখবে তখনই র্যাগিংয়ের মতো ঘটনা বন্ধ হয়ে যাবে। তাঁর মতে, ছাত্ররাই একমাত্র পারে র্যাগিং রুখতে। যখন সিনিয়ার পড়ুয়ারা এই ধরনের উপলব্ধি করবে তখন এই ধরনের ঘটনা আর ঘটবে না।
অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কাশ্মীরের মতো ঠান্ডা করার নিদান দিয়েছিলেন। এই প্রসঙ্গে ব্রাত্য বলেন, ‘বিজেপি যেভাবে গৈরিকীকরণের চেষ্টা করছে সাধারণ মানুষ তা কোনওভাবেই সমর্থন করবে না। আগামী বছর লোকসভাতে তা বোঝা যাবে। সেখানে দেখা গেল হয়তো দিলীপ ঘোষ আর সংসদ থাকবেন না।’