শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর প্রতিশ্রুতি রাখতে পারবে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)? সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬,০০০ জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরিহারা হওয়ার পরে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেইমতো সোমবার কি যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে পারবে? আপাতত সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছেন অসংখ্য মানুষ। শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে ২১ এপ্রিলের মধ্যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। ২০ এপ্রিল পর্যন্ত সেই কাজটা করেনি কমিশন। সোমবার সেই কাজটা করা হবে কিনা, সে বিষয়ে রবিবার কমিশনের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি।
সোমবার সল্টলেকে মিছিল চাকরিহারাদের
আর সেই আবহে সোমবার চাকরিহারা শিক্ষকরা মিছিলের ডাক দিয়েছেন। সল্টলেকের করুণাময়ী থেকে কমিশনের কার্যালয় পর্যন্ত সেই মিছিল হবে। সেই মিছিলে যেমন ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি হারানো নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষকরা থাকবেন, তেমনই থাকার কথা আছে শিক্ষাকর্মীদের (গ্রুপ 'সি' এবং গ্রুপ 'ডি' কর্মী)। সংশ্লিষ্ট মহলের মতে, রাজ্য সরকার এবং কমিশনের উপরে চাপ বজায় রাখতেই সম্ভবত মিছিল করা হবে।
যোগ্য-অযোগ্য এবং স্কুল সার্ভিস কমিশন
এমনিতে ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যে বেলাগাম দুর্নীতি হয়েছিল, তাতে প্রথম থেকেই যোগ্য এবং অযোগ্য তালিকা প্রকাশ করার দাবি উঠেছিল। কমিশনের তরফে যে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা দেওয়া হয়েছিল, তাতে অবশ্য সন্তুষ্ট হয়নি আদালত। সেই পরিস্থিতিতে প্রাথমিকভাবে ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। যে রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালত যে রায় দিয়েছিল, সেটার ভিত্তিতে আইনজীবীরা জানান, প্রশ্নাতীতভাবে কয়েকজন প্রার্থীকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা গিয়েছে। কিন্তু সেই চিহ্নিত সংখ্যার থেকেও বেশি অযোগ্য প্রার্থী থাকতে পারেন। চাল থেকে কাঁকড় আলাদা না করতে পারায় পুরো প্যানেল বাতিল করা হয়েছে বলে জানান আইনজীবীরা।
আর সেই পরিস্থিতিতে প্রবল চাপে পড়ে যায় রাজ্য সরকার। চাকরিহারারা দাবি করতে থাকেন, যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। সেই দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন। তারপর শিক্ষামন্ত্রী আশ্বাস দেন যে ২১ এপ্রিলের মধ্যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। আর সেই প্রতিশ্রুতি মতো কমিশন যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে কিনা, সেটাই কোটি টাকার প্রশ্ন।
সাময়িক স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট
এমনিতে সম্প্রতি পড়ুয়াদের ভবিষ্যতের কথা বিবেচনা করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন সেইসব শিক্ষকরা, যাঁদের প্রশ্নাতীতভাবে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়নি। কিন্তু নতুন করে নিয়োগ যে করতে হবে, সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছে। সেজন্য ডিসেম্বরের ডেডলাইনও বেঁধে দিয়েছে শীর্ষ আদালত।
আরও পড়ুন: বেসরকারিতে অহরহ ছাঁটাই চলে, প্রতিবাদ কেবল SSC প্যানেল বাতিলে! বিতর্কে কী বলছে দুই পক্ষ?
অতি গুরুত্বপূর্ণ তালিকা
আর সেই পরিস্থিতিতে কমিশনের যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকার অপেক্ষায় আছে হাজার-হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীরা। যে তালিকা তাঁদের তো বটেই, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের ভবিষ্যতও অনেকটা নির্ধারণ করে দিতে পারে বলে মনে করছেন একাংশ।