এখন সংঘর্ষ বিরতি চলছে। সীমান্তে রাত কেটেছে বিনা গোলাগুলিতে। কিন্তু পাকিস্তান পহেলগাঁওয়ে যে নির্মমভাবে ২৬ জনের প্রাণ কেড়ে নিয়েছিল সেটা ভারত আজও ভুলতে পারেনি। পাক অধিকৃত কাশ্মীর–সহ পাকিস্তানে পাল্টা আক্রমণ করে ভারত জঙ্গি নিধন থেকে শুরু করে ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। সেনাবাহিনীর এই জবাবে দেশ এখন তাঁদের স্যালুট করছে। এই আবহে এবার পাকিস্তানের উদ্দেশে কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ‘অপারেশন সিঁদুর শুরু করে সেনাবাহিনী যে জবাব দিয়েছে সেটা দরকার ছিল বলে মনে করেন হুগলির সাংসদ।
এদিকে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এখন দাবি তুলেছেন, পাক অধিকৃত কাশ্মীর এখনই দখল করে নেওয়া উচিত। দু’দেশের সংঘর্ষবিরতির ক্ষেত্রে আমেরিকার নাক গলানো নিয়েও রাজনৈতিক বিতর্ক জারি আছে। এই আবহে পান্ডুয়ায় আজ মঙ্গলবার আসেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেছেন। তখনই এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে জানতে চাওয়া হয়েছিল হুগলির সাংসদের কাছে। তখন রচনা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। পৃথিবী ভাল থাকুক। মানুষ ভাল থাকুক।’
আরও পড়ুন: সিকিমে নামল ব্যাপক ধস, গাড়ির উপর পড়ল বড় পাথর, আটকে পর্যটকরা, আতঙ্ক
অন্যদিকে যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল ভারতের তখন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় সরকারের উদ্দেশে লিখেছিলেন, এখনই উপযুক্ত সময় পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেওয়ার। তারপরই দেখা যায়, ভারতীয় সেনাবাহিনীর একের পর এক জবাবে পাক অধিকৃত কাশ্মীরে থাকা ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। এবার এই কাজটি নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘হ্যাঁ নিশ্চয়ই। যেটা হয়েছে সেটা ঠিকই হয়েছে। এটাই করা উচিত ছিল। আগামী দিনে যা হবে সেটা নিশ্চয়ই ভালই হবে। নিশ্চয়ই পাক অধিকৃত কাশ্মীর আমাদের হাতে আসা উচিত।’
আজও তিনজন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনাবাহিনী। সোপিয়ানে তারা ঢুকে নাশকতা করার ছক কষেছিল বলে খবর। রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে এখনও ছাড়েনি পাকিস্তান। এই নিয়ে রোজ চর্চা হচ্ছে বাংলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চেষ্টা করছেন। এই বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘ভগবানের কাছে প্রার্থনা করব তিনি যেন তাড়াতাড়ি ছাড়া পান। ভারতবর্ষে যেন শান্তি ফিরে আসে। আমরা কেউই যুদ্ধ চাই না। আমরা চাই মানুষ ভাল থাকুক। সবাই শান্তিতে থাকুক। এই আশায় আছি তাঁকে যেন তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়।’ আজ পান্ডুয়ার গোজিনা দাসপুরে তিনটি ওয়াটার এটিএমের উদ্বোধন করেন রচনা।