ফের প্রশ্নের মুখে হাওড়ার আইনশৃঙ্খলা। এবার প্রকাশ্য রাস্তায় বসতি এলাকার মধ্যে গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি। রাজেশ সিং নামে ওই ব্যক্তি আগে দুষ্কৃতীমূলক কাজকর্মের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জানা গিয়েছে, লিলুয়ার গোশালা এলাকায় ইন্দ্রধনু নামে একটি আবাসনে শুক্রবার রাতে জন্মদিন উজ্জাপন চলছিল। রাত ১০টা নাগাদ ওই আবাসনের সামনে রাস্তায় চলে গুলি। গুলি লাগে রাজেশ সিং নামে এক যুবকের পেটে। তাঁকে প্রথমে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরিস্থিতির অবনতি হলে তাঁকে কলকাতার CMRI হাসপাতালে স্থানান্তরিত করে পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লিলুয়া থানার পুলিশ। জড়ো হয়ে যান স্থানীয়রা। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাতে ওই রাস্তা ফাঁকা হয়ে যায়। সেই সুযোগেই মোটরসাইকেলে করে এসে রাজেশ সিংকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকবছর আগে দুষ্কৃতীমূলক কাজকর্মে যুক্ত ছিলেন রাজেশ সিং। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে। কিন্তু করোনার পর থেকে তাঁর বিরুদ্ধে নতুন কোনও অভিযোগ জমা পড়েনি। বর্তমানে ব্যবসা করছিলেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতা থেকে গুলি চালানো হয়ে থাকতে পারে।
সম্প্রতি হাওড়া সিটি পুলিশের একালায় একের পর এক গুলি চালনার ঘটনায় আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এত সিসিটিভি ক্যামেরার মধ্যেও দুষ্কৃতীরা যে ভাবে তাণ্ডব করে বেড়াচ্ছে তাতে প্রশ্ন উঠছে, তবে কি পুলিশের ভয় একেবারে উঠে গেছে দুষ্কৃতীদের মন থেকে?