1 মিনিটে পড়ুন Updated: 03 Oct 2023, 06:18 PM ISTChiranjib Paul
এবার পুজোর পর্যটকদের ঢল নামতে পারে সৈকত শহরে। হোটেল থেকে পর্যটন ব্যবসায়ীরা সেরকমটাই মনে করছেন। তাই পর্যটকদের কাছে আকর্যণীয় হতে পারে এই মিনি বাস সফর।
সমুদ্রসৈকত দিঘা
পুজোর আগে থেকেই দিঘার রাস্তায় ব্যাটারি চালিত মিনিবাস পরিষেবা শুরু করতে চলছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা এসবিএসটিসি। সংস্থার কাছে বন্ধ হয়ে যাওয়া পাঁচটি ব্যাটারি চালিত মিনি বাস রয়েছে, সেগুলিকে দিয়ে পরিষেবার শুরু করতে চাইছে সংস্থা। এর ফলে দিঘা বেড়াতে গিয়ে যাঁরা পাশ্ববর্তী এলাকা ঘুরে বেড়াতে চান, তাঁর এই মিনি বাসে করে ঘুরে বেড়াতে পারবেন।
এবার পুজোর পর্যটকদের ঢল নামতে পারে সৈকত শহরে। হোটেল থেকে পর্যটন ব্যবসায়ীরা সেরকমটাই মনে করছেন। তাই পর্যটকদের কাছে আকর্যণীয় হতে পারে এই মিনি বাস সফর।
এর আগে ২০১৯ সালে ব্যাটারি চালিত মিনি বাস পরিষেবা চালু করে এসবিএসটিসি। মূলত দিঘা থেকে মন্দারমণি-সহ অন্যান্য পাশ্ববর্তী এলাকা ঘুরে দেখার জন্য এই পরিষেবার চালু করা হয়। ভাড়া ছিল ১০০ টাকা। নানা কারণে সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। তবে পুজোর আগে ফের সেই পরিষেবা চালু করা হয়েছে। ভাড়াও থাকছে আগের মতোই ১০০টাকা।
জানা গিয়েছে, চলতি মাসের ৮-৯ তারিখে দিঘার রাস্তায় বাসগুলিকে দেখা যাবে। ১০০ টাকা দিয়ে দিঘা, মন্দারমণি, উদয়পুর-সহ বিভিন্ন এলাকা ঘুরে বেড়াতে পারবেন পর্যটকরা। আগে ৫টি ব্যাটারি চালিত মিনি বাস চলত। সেই বাসগুলিকেই আবার নামানো হবে বলে জানা গিয়েছে। প্রাথমিক পর্যায়ে প্যাকেজ, ভাড়া, দ্রষ্টব্য স্থান নিয়ে সিদ্ধান্ত হয়েছে। পরিবহণ দফতর থেকে চূড়ান্ত ছাড়পত্র এলেই পরিষেবা চালু হবে।
সিবিএসটিসি-র একজন আধিকারিক জানিয়েছেন, বাসগুলি একবার চার্জ দিলে ৭০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। শুধু একক যাত্রী হিসাবে নয়, দল বেঁধে যাঁরা বেড়াতে যান তারাও এই বাস বুক করতে পারবেন। সিবিএসটিসি-র দিঘা ডিপো থেকে এই বাস বুকিং করতে হবে।
পুজোর আগে ঢেলে সাজানো হচ্ছে কলকাতা বিমানবন্দরকে। মূলত তিনটি ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের উপর জোর দেওয়া হচ্ছে। যাত্রী স্বাচ্ছন্দ্য আরও বৃদ্ধির ক্ষেত্রে এবার বড় উদ্যোগ নেওয়া হচ্ছে কলকাতা এয়ারপোর্টে। ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ দুর্গাপুজোর আগেই এই কাজ করার ব্যাপারে অনুমোদন দিয়েছে বলে খবর।